মাত্র এক বছর আগে তুর্কি লিগের বিখ্যাত ক্লাব ফেনারবাচে যোগ দেন পর্তুগালের বিখ্যাত কোচ হোসে মরিনহো। তবে দলে যোগ দিয়েও ফেনারবাচেকে কাঙ্খিত সাফল্য না এনে দেওয়ায় চাকরিচ্যুত হতে হলো দুই বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচের।
ইউরোপ সেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠতে ব্যর্থ হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা পরই আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব জানাল, তুরস্কে থাকা হচ্ছে না ‘স্পেশাল ওয়ানের’।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে— ‘২০২৪-২৫ মৌসুম থেকে আমাদের প্রফেশনাল ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা হোসে মরিনহোকে বিদায় জানিয়েছি। দলের জন্য তার অবদানের জন্য ধন্যবাদ জানাই এবং তার ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।’
বুধবার বেনফিকার কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন ভেঙে যায় ফেনারবাচের। তুর্কি জায়ান্টরা সপ্তম স্থানে রয়েছে সুপার লিগে— দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র। এমন অবস্থায় রোববার গেঞ্চলারবিরলিগির বিপক্ষে ম্যাচের ঠিক দুই দিন আগে কোচ বরখাস্ত করল ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে ক্লাবের সহ-সভাপতি হাদমি আকিন দম্ভ করে বলেছিলেন, বেনফিকার মতো দলকে সহজেই হারিয়ে গ্রুপ পর্বে উঠবে ফেনারবাচে। কিন্তু মাঠে বাস্তবতা অন্যকিছুই প্রমাণ করে।
মরিনহোর বিদায়ের সঙ্গে শেষ হলো তার প্রায় দুই হাজার দিনের চ্যাম্পিয়ন্স লিগ অনুপস্থিতি কাটানোর চেষ্টা। সর্বশেষ ২০২০ সালের মার্চে টটেনহ্যামের কোচ হিসেবে ইউরোপের এই সেরা আসরে ছিলেন তিনি। দুবারের চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টই এবার তার তুর্কি অধ্যায়ের ইতি টেনে দিল।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ফেনারবাচের সঙ্গে বিচ্ছেদের জন্য প্রায় ১৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ পাচ্ছেন মোরিনহো। অর্থে সান্ত্বনা মিললেও, মাঠের ব্যর্থতায় আবারও আঘাত খেলেন এক সময়ের ইউরোপসেরা কোচ।
মন্তব্য করুন