মাঠ এবং মাঠের বাইরে, সব দিকেই দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। অন্যদিকে, বিপরীত চিত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মূল দল যেমন পার করছে কঠিন সময়, তেমনি যুব দলের অবস্থাও নাজেহাল। ভবিষ্যৎ নেইমাররা যুব বিশ্বকাপে জিততে পারেননি একটি ম্যাচও। ফিফার নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ে আর্জেন্টিনা সুখবর পেলেও দুঃসংবাদই সঙ্গী হলো সেলেসাওদের।
নতুন প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। ৩ থেকে এখন ২ নম্বরে তারা। এক ধাপ এগোনো আর্জেন্টিনার ২.১১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৭২.৪৩। আগে তাদের পয়েন্ট ছিল ১৮৭০.৩২। গত সপ্তাহে আকাশি-সাদারা ভেনেজুয়েলাকে ১-০ আর পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছিল।
অন্যদিকে, ফুটবল মাঠে কঠিন সময় পার করা ব্রাজিলের অবনতি হয়েছে র্যাংকিংয়ে। ২.৭৫ পয়েন্ট খুইয়ে ব্রাজিল ৬ থেকে ৭-এ নেমেছে। প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষেও জিততে পারেনি তারা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতেও বেগ পেতে হয়েছে সেলেসাওদের।
এদিকে আর্জেন্টিনার মতো র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে হামজারা। র্যাংকিংয়ে এগোলেও ৫.১৮ পয়েন্ট কমেছে তপু-জামালদের। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলা সেই দুই ম্যাচের একটিতে ৪-৩ গোলে হারলেও আরেকটিতে ১-১ ড্র করে হাভিয়ের কাবরেরার দল।
স্পেন শীর্ষস্থান ধরে রাখলেও অন্যান্য দলগুলোর মধ্যে এক ধাপ অবনতি হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। ২ নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পেরা নেমে গেছেন ৩ এ। ইংল্যান্ড ও পর্তুগাল আগের অবস্থান যথাক্রমে ৪ ও ৫ নম্বরে। ৬-এ উঠেছে নেদারল্যান্ডস।
মন্তব্য করুন