

তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে ছাড়াই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে লিভারপুল। ক্লাব ও প্রধান কোচ আর্নে স্লটকে নিয়ে প্রকাশ্যে তীব্র মন্তব্য করা এক সাক্ষাৎকারের পরই মিশরীয় এই তারকাকে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি।
লিভারপুল সংশ্লিষ্ট সূত্র জানায়, সালাহর ওই মন্তব্যে ক্লাবের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতেই তাকে সাময়িকভাবে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কোচ স্লটের পরামর্শ ও পূর্ণ সমর্থনেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাবঘনিষ্ঠ মহল।
ইন্টার মিলানের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্নে স্লট বলেন, সালাহর সাক্ষাৎকারের বক্তব্য তিনি একেবারেই আশা করেননি। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত কিছু নয়।
‘একজন খেলোয়াড়ের ফিরে আসার সম্ভাবনা সব সময়ই থাকে—আমি সেটাতে বিশ্বাস করি,’ বলেন লিভারপুল কোচ।
সালাহ আদৌ ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচেও খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ম্যাচটি আফ্রিকা কাপ অব নেশন্সে যোগ দেওয়ার আগে লিভারপুলের হয়ে তার শেষ ম্যাচও হতে পারে।
এর আগে লিডসের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকার পর ক্ষোভ উগরে দেন সালাহ। তিনি বলেন, ক্লাবের হতাশাজনক শুরুর দায় তার ওপর চাপানো হচ্ছে এবং অযথা তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
এই বিষয়ে স্লট বলেন, ‘ও কী বোঝাতে চেয়েছে, সেটা ও নিজেই ভালো বলতে পারবে। আমি অনুমান করতে চাই না। আমরা শুধু তাকে জানিয়েছি যে, এই ম্যাচে সে আমাদের সঙ্গে নেই। এটাই ছিল আমাদের যোগাযোগ।’
সালাহ সোমবার সকালে দলের সঙ্গেই অনুশীলন করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই মঙ্গলবার সান সিরোতে পা রাখে লিভারপুল স্কোয়াড।
চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন সালাহ, যা তার মান অনুযায়ী বিবেচিত হচ্ছে নিচের দিকেই। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলও সময়টা ভালো কাটাচ্ছে না—শেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে তারা।
তবে সালাহর মন্তব্য সত্ত্বেও কোচ আর্নে স্লট এখনো ক্লাব কর্তৃপক্ষের পূর্ণ আস্থায় রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বর্তমানে চ্যাম্পিয়নস লিগ টেবিলে ১৩তম স্থানে থাকা লিভারপুলের জন্য ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সালাহকে ঘিরে ভবিষ্যৎ অনিশ্চয়তা, জানুয়ারির সম্ভাব্য দলবদল আর মাঠের বাইরের এই নাটক—সব মিলিয়ে অ্যানফিল্ডে এখন উত্তাপ ক্রমেই বাড়ছে।
মন্তব্য করুন