স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পা ভেঙে দুই মাসের জন্য মাঠের বাইরে ইসাক

লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। ছবি : সংগৃহীত
লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। ছবি : সংগৃহীত

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে পা ভেঙে যাওয়ায় লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লিভারপুল কোচ আর্নে স্লট টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ফন ডি ভেনের ট্যাকলকে ‘বেপরোয়া’ বলে আখ্যা দিয়েছেন।

শনিবার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোল করার সময় ডিফেন্ডার মিকির ট্যাকলে চোট পান সুইডিশ স্ট্রাইকার ইসাক। এরপর খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, গোড়ালির চোটে ইসাকের অস্ত্রোপচার করা হয়েছে। বেপরোয়া ট্যাকেলের কারণে ইসাকের ফিবুলার হাঁড়ে চিড় ধরেছে।

সাংবাদিকদের স্লট বলেন, ‘এটা দীর্ঘমেয়াদি চোট হতে যাচ্ছে, অন্তত কয়েক মাস। তাই তার জন্য এটা বড়, বড় হতাশার বিষয়। আর স্বাভাবিকভাবেই আমাদের জন্যও।’

ফন ডি ভেনের ট্যাকলকে ‘বেপরোয়া’ বলে বর্ণনা করেন স্লট। তিনি বলেন, ‘আমি আগে জাভি সিমন্সের ট্যাকেল নিয়ে অনেক কিছু বলেছি, যা আমার মতে পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল। এমন ট্যাকেল থেকে সাধারণত কখনোই চোট হয় না। কিন্তু ফন ডি ভেনের ট্যাকেল—আপনি যদি ১০ বার এমন ট্যাকেল করেন, আমার মনে হয় ১০ বারই গুরুতর চোট পাওয়ার বড় ঝুঁকি থাকে।’

নিউক্যাসল থেকে সেপ্টেম্বরে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেওয়ার পর ইসাকের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। নিউক্যাসলের সঙ্গে বিরোধের কারণে তিনি ঠিকমতো প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে পারেননি এবং ফিটনেসের দিক থেকে সতীর্থদের তুলনায় পিছিয়ে থেকেই লিভারপুলে আসেন। এরপর কুঁচকির চোটে তার মৌসুমে আবারও বাঁধা পড়ে।

২৬ বছর বয়সী ইসাক এ্যানফিল্ডে দীর্ঘ এই দলবদল সম্পন্ন করার পর ১৬ ম্যাচে মাত্র তিন গোল করেছেন। ইসাকের অনুপস্থিতি কোচ স্লটের জন্য বড় ধাক্কা। কারণ মোহাম্মদ সালাহ আফ্রিকান নেশন্স কাপে খেলছেন এবং কোডি গাকপো নতুন বছরের শুরুর আগে পেশির চোট থেকে ফিরতে পারবেন না।

ফলে অভিজ্ঞ ফরোয়ার্ড হিসেবে স্লটের হাতে থাকছেন শুধু হুগো একিটিকে, যিনি শেষ চার ম্যাচে পাঁচ গোল করেছেন। এছাড়া এখন পর্যন্ত এবং খুব কম ম্যাচ খেলা ফেডেরিকো কিয়েসা দলে আছেন। প্রিমিয়ার লিগ শিরোপা রক্ষার আশা ভেঙে পড়ার পর টানা কয়েকটি ম্যাচে খারাপ করলেও শেষ পাঁচটি লিগ ম্যাচে অপরাজিত থেকে লিভারপুল টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে।

ইসাকের চোট জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আক্রমণভাগ শক্তিশালী করার বিষয়ে লিভারপুলকে ভাবতে বাধ্য করতে পারে। এ ক্ষেত্রে বোর্নমাউথ উইঙ্গার এন্টোনিও সেমেনিওর নাম শোনা যাচ্ছে। এর মাধ্যমে সালাহকে ঘিরে আলোচনাতেও নতুন মোড় আসতে পারে। সম্প্রতি ক্লাবের সঙ্গে সম্পর্ক নেই বলে অভিযোগ করার পর তার সৌদি আরবে যাওয়ার গুঞ্জন উঠেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করল পুলিশ

ডিপফেকের শিকার মাধবন, হলেন আদালতের দারস্থ

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

এআইইউবি-তে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিলেন অনার্স শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

শীতে প্রতিদিন গুড় খাচ্ছেন তো!

পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে বাংলাদেশের রিয়াদুল-তনয়

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

ভারতে সয়াবিন ও ভুট্টা রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, শঙ্কায় কৃষকরা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

১০

পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা

১১

বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা কর্নেল অলির

১২

নুর ও রাশেদের জন্য যে ২ আসন ছাড়ল বিএনপি

১৩

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

১৪

অনেকের ভিসা প্রত্যাখ্যান, কারণ জানাল যুক্তরাষ্ট্র

১৫

নাক-ঠোঁট নিয়ে কটু মন্তব্যে ভেঙে পড়েছিলেন মাধুরী

১৬

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবেন না : সালাহউদ্দিন

১৭

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী!

১৮

হঠাৎ পেশি কাঁপছে? কখন চিকিৎসকের পরামর্শ জরুরি

১৯

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল / ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রেজারার অপসারণ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

২০
X