স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বার্নাব্যুতে ফিরেও সংকট কাটছে না রিয়ালের

এভাবেই মুখ ঢাকতে হচ্ছে রিয়ালের তারকাদের। ছবি : সংগৃহীত
এভাবেই মুখ ঢাকতে হচ্ছে রিয়ালের তারকাদের। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে রিয়াল মাদ্রিদের চলমান সংকট আরও গভীর হলো। সান মামেসে গত সপ্তাহে পাওয়া সান্ত্বনাদায়ক জয়টিও শেষ পর্যন্ত জাবি আলোনসোর দলের দুরবস্থাকে ঢাকতে পারেনি। বার্নাব্যুতে ফিরে উল্টো আরও ঘনিয়েছে চাপের মেঘ।

চ্যাম্পিয়নস লিগে এটি রিয়ালের ছয় ম্যাচে দ্বিতীয় হার। এখনো শীর্ষ আটের বাইরে নয় তারা, তবে ২০২৬ সালে বাকি থাকা মোনাকো (হোম) ও মরিনহোর বেনফিকার (অ্যাওয়ে) ম্যাচ দুইটিই এখন বাঁচামরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিল হয়তো লাল দাগে নেই, কিন্তু দলের পারফরম্যান্স ও মানসিক অবস্থার সংকট এখন স্পষ্ট।

ক্লাসিকোর পর থেকে ধস

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে রিয়াল পাঁচ পয়েন্ট এগিয়ে ছিল, কিন্তু সেই ম্যাচেরই এক ঘটনাই নীরবে বিষ ছড়াল। ভিনিসিয়ুস জুনিয়রের বদলি সিদ্ধান্ত নিয়ে যে অস্থিরতা শুরু হয়েছিল, তা সপ্তাহ পেরোতেই যেন আরও বড় ক্ষতে পরিণত হয়েছে। এরপর থেকে মাঠের পারফরম্যান্সেও নামে বড় ধরনের ভাটা।

সর্বশেষ আট ম্যাচে রিয়ালের জয় মাত্র দুইটি—অলিম্পিয়াকোসের বিপক্ষে কষ্টার্জিত জয় আর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্বস্তিদায়ক সাফল্য। বাকি তিন ম্যাচ ড্র (রায়ো ভায়েকানো, জিরোনা, এলচে), আর তিনটিতে হারের তিক্ততা (লিভারপুল, সেল্টা ভিগো, ম্যানচেস্টার সিটি)।

বার্নাব্যু এখন আর দুর্গ নয়

সিটির বিপক্ষের ম্যাচে আগের সেল্টা ম্যাচের মতো বাজে পারফরম্যান্স দেখা না গেলেও, হার এড়াতে পারেনি রিয়াল। নিজের ঘরের মাঠেও তারা আর নিরাপদ নয়। এনএফএল বিরতির পর বার্নাব্যুতে ফেরাটা ভালো হওয়ার বদলে দুটো হারের তিক্ততা নিয়ে ফিরেছে আলোনসোর দল।

এ বছর শেষ ম্যাচ বার্নাব্যুতেই সেভিয়ার বিপক্ষে। তার আগে পরিসংখ্যান আরও ভয় ধরাচ্ছে—২০১৯ সালের পর এই প্রথম মৌসুমে নিজেদের মাঠে তৃতীয় হার দেখার শঙ্কা তৈরি হয়েছে। তখন অ্যায়াক্স, দুইবার বার্সেলোনা এবং জিরোনা রিয়ালকে হারিয়েছিল।

আলোনসোর সামনে কঠিন সমীকরণ

দলের গোলমুখে ধার কমে যাওয়া, ভিনিসিয়ুস বিতর্কের পর ড্রেসিং রুমের ভেতরের অস্থিরতা, ইনজুরি সমস্যা—সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের সামনে সতর্ক সংকেত জ্বলছে। মোনাকো ও বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের পরের দুই ম্যাচ এখন আলোনসোর জন্য টুর্নামেন্টে টিকে থাকার পরীক্ষা।

রিয়াল কি ফিরতে পারবে? নাকি দল আরও গভীর সংকটে ডুবে যাবে—সেটি নির্ভর করছে সামনে অল্প সময়ের মধ্যেই তারা নিজেদের ছন্দ ফেরাতে পারে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

ম্যানইউয়ে যাচ্ছেন রামোস!

তপশিল ঘোষণায় যা যা বললেন সিইসি

তপশিল ঘোষণার পর বিএনপির প্রতিক্রিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি ডোনাল্ড ট্রাম্পের

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ : সিইসি

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের কড়া বার্তা

জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

সালাহ–স্লট–বোর্ড / লিভারপুলকে নাড়িয়ে দেওয়া অভ্যন্তরীণ সংঘাতের পুরো কাহিনি

তপশিলে মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ঘোষণা

১০

এবারের নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না : সিইসি

১১

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি

১২

নির্বাচনী প্রচারণা শুরু ও শেষ কবে

১৩

মনোনয়ন জমার সময়সীমা জানালেন সিইসি

১৪

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি

১৫

অ্যান্টিভাইরাস সফটওয়্যার আসল নাকি নকল, চিনবেন যেভাবে

১৬

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চতুর্থ দিনেও তীব্র লড়াই

১৭

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / একযোগে দেড় লাখ সেনার সমন্বয়ে হামলা, তীব্র লড়াইয়ের মধ্যে উত্তেজনা চরমে

১৮

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

১৯

তপশিল ঘোষণা করছেন সিইসি

২০
X