স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপারকোপায় বার্সেলোনার কাছে শিরোপা হারানোর হতাশা তখনও কাটেনি, তার মধ্যেই আরেকটি ধাক্কা। স্প্যানিশ ফুটবলের সবচেয়ে গৌরবময় ক্লাবটি যেন একের পর এক দুঃস্বপ্নে আটকে যাচ্ছে। সৌদি আরবে সুপারকোপা হাতছাড়া করার ক্ষত শুকানোর আগেই এবার কোপা দেল রে থেকেও বিদায়—তাও আবার তুলনামূলক দুর্বল আলবাসেতের কাছে। এক সপ্তাহের ব্যবধানে দুই ট্রফি থেকে ছিটকে যাওয়া শুধু পরাজয় নয়, রিয়াল মাদ্রিদের জন্য এটি এক গভীর অশনিসংকেত।

রিয়ালের বিদায়ে কোপা দেল রের রাউন্ড অব ১৬-এ ফুটবল মানচিত্রে সোনালি অক্ষরে নাম লেখাল আলবাসেতে। কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে নাটকীয় শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় স্বাগতিকরা। ৯৪তম মিনিটে জেফথার দ্বিতীয় গোলই বেজে ওঠে রিয়ালের বিদায়ের ঘণ্টা।

রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেকটাও এর ফলে হলো হতাশার। বল দখলে থাকলেও ধারহীনতা ও অনুপ্রেরণার অভাব স্পষ্ট ছিল মাদ্রিদের খেলায়। শুরুতে ভ্যালভের্দের দুটি দূরপাল্লার শট ছাড়া উল্লেখযোগ্য কিছু তৈরি করতে পারেনি অতিথিরা। উল্টো সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণে আলবাসেতে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৪২ মিনিটে জাভি ভিলারের শক্তিশালী হেডারে এগিয়ে যায় আলবাসেতে (১-০)। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে মাস্তান্তুয়োনের ট্যাপ-ইনে সমতা ফেরায় রিয়াল (১-১)। দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণে ওঠে-নামে, কিন্তু ম্যাচের মোড় ঘোরে কোচ আলবার্তো গঞ্জালেসের বদলিতে। রিকি, আগুস মেদিনা ও জেফথাকে নামিয়ে গতি ও তীক্ষ্ণতা বাড়ান তিনি।

৮২ মিনিটে কর্নারের ঝামেলা থেকে জেফথার ভলিতে আবার এগিয়ে যায় আলবাসেতে (২-১)। রিয়াল তখন সব শক্তি ঢেলে দেয় আক্রমণে। ৯০+১ মিনিটে আরেক সেট-পিস থেকে গনসালো হেডে গোল করে সমতা আনেন (২-২) — মনে হচ্ছিল ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। কিন্তু শেষ কথা বলেন জেফথাই। পাল্টা আক্রমণে প্রথম শট ঠেকালেও রিবাউন্ডে বাঁকানো শটে জালের কোণ খুঁজে নেন তিনি—৯০+৪ মিনিট, ৩-২। উল্লাসে ফেটে পড়ে বেলমন্তে।

এই হারে কোপা দেল রে থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। আলবাসেতের জন্য এটি ঐতিহাসিক রাত—শৃঙ্খলা, সাহস আর কার্যকর ফিনিশিংয়ের পুরস্কার তারা পেল শেষ বাঁশির সঙ্গে সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

আবারও স্বর্ণের দামে রেকর্ড

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১০

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১১

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১২

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৩

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৪

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

১৬

নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে : আসিফ

১৭

ক্রেতা দেখলেই মরার ভান ভেড়ার, দামে রেকর্ড

১৮

‘রাজনীতি আমার ইবাদত, এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই’

১৯

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

২০
X