স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ পর্যন্ত বার্সেলোনার ডাগআউটে জাভি

বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত
বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বার্সেলোনার সাবেক কিংবদন্তি খেলোয়াড় ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করছেন এর ফলে ২০২৫ সাল পর্যন্ত তাকে কাতালানের ক্লাবটির ডাগআউটে দেখা যাবে।

জাভি যে ২০২৫ সাল পর্যন্ত বার্সায় থাকছে তা একটি সূত্র ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে নিশ্চিত করেছে। নতুন চুক্তিতে বার্সা ও জাভি সম্মত হলে অতিরিক্ত এক বছরের জন্যও চাইলে চুক্তি বাড়াতে পারবে।

জাভির বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন নতুন চুক্তিতে পৌঁছাতে কোনো সমস্যা হবে না।

এই মাসের শুরুর দিকে দলবদলের সময় শেষ হওয়ার পর বার্সা জাভির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা ত্বরান্বিত করে । বার্সার ইচ্ছে এই সপ্তাহেই যত তাড়াতাড়ি সম্ভব একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে চুক্তি সম্পন্ন হওয়ার।

৪৩ বছর বয়সী জাভির ম্যানেজারিয়াল ক্যারিয়ারের শুরু হয়েছিল কাতারের আল সাদের সাথে। কাতারে তার ম্যানেজার জীবন শুরু করার পরে ২০২১ সালের শেষের দিকে বার্সার কোচ হিসাবে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হন।

দায়িত্বে আসার পর প্রথম মৌসুমেই তিনি কাতালানের ক্লাবটিকে টেবিলের নবম থেকে দ্বিতীয় স্থানে নিয়ে যান।

গত মৌসুমে, তিনি বার্সাকে ২০১৯ সালের পর তাদের প্রথম লা লিগা শিরোপা এনে দেন।

স্প্যানিশ সুপার কাপেও সাফল্য পায় জাভির শিষ্যরা, ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়ে বার্সার কোচ হিসেবে প্রথম শিরোপা পায় তারা। তবে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লীগ এবং কোপা দেল রেতে ব্যর্থ হয়।

প্রায় দুই বছরের দায়িত্বে জাভি বার্সার পুরো স্কোয়াডই বদলে ফেলেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর অনেক দিনের পরীক্ষিত সেনানী সার্জিও বুসকেটস, জর্ডি আলবা এবং জেরার্ড পিকেকে দলছাড়া করেছেন বয়সের কারণে।

ইতিমধ্যে, ইল্কায় গুন্ডোয়ান এবং রবার্ট লেভানডস্কির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে ভিড়িয়েছেন তিনি। এ ছাড়া রোনাল্ড আরাউহো, আলেজান্দ্রো বাল্দে, পেদ্রি, গাভি এবং লামিন ইয়ামালের মতো তরুণদের সুযোগ দিয়েছেন তিনি।

এ ছাড়াও জোয়াও ফেলিক্স এবং জোয়াও ক্যানসেলো বার্সার স্কোয়াডের সবচেয়ে সাম্প্রতিক সাইনিং। তাদের আগমনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বেটিস এবং এন্টওয়ার্পের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সা। এই দুই জয়ে জাভি বলেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সা বর্তমানে তাদের সেরা ফুটবল খেলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে

১০

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক 

১১

রাজশাহীর সাবেক মেয়র লিটনের সাবেক পিএ টিটু গ্রেপ্তার

১২

ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দিল পাকিস্তান

১৩

বিয়ের পিঁড়িতে বসা হলো না শহীদ সুজন মাহমুদের

১৪

বিলের মধ্যে পড়েছিল যুবদল কর্মীর মরদেহ

১৫

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

১৬

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপির নেতাদের সাক্ষাৎ 

১৭

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্রের ‘কার্টার সেন্টারের’ প্রতিনিধিদের সঙ্গে ফখরুলের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

১৯

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

২০
X