বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ পর্যন্ত বার্সেলোনার ডাগআউটে জাভি

বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত
বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বার্সেলোনার সাবেক কিংবদন্তি খেলোয়াড় ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করছেন এর ফলে ২০২৫ সাল পর্যন্ত তাকে কাতালানের ক্লাবটির ডাগআউটে দেখা যাবে।

জাভি যে ২০২৫ সাল পর্যন্ত বার্সায় থাকছে তা একটি সূত্র ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে নিশ্চিত করেছে। নতুন চুক্তিতে বার্সা ও জাভি সম্মত হলে অতিরিক্ত এক বছরের জন্যও চাইলে চুক্তি বাড়াতে পারবে।

জাভির বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন নতুন চুক্তিতে পৌঁছাতে কোনো সমস্যা হবে না।

এই মাসের শুরুর দিকে দলবদলের সময় শেষ হওয়ার পর বার্সা জাভির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা ত্বরান্বিত করে । বার্সার ইচ্ছে এই সপ্তাহেই যত তাড়াতাড়ি সম্ভব একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে চুক্তি সম্পন্ন হওয়ার।

৪৩ বছর বয়সী জাভির ম্যানেজারিয়াল ক্যারিয়ারের শুরু হয়েছিল কাতারের আল সাদের সাথে। কাতারে তার ম্যানেজার জীবন শুরু করার পরে ২০২১ সালের শেষের দিকে বার্সার কোচ হিসাবে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হন।

দায়িত্বে আসার পর প্রথম মৌসুমেই তিনি কাতালানের ক্লাবটিকে টেবিলের নবম থেকে দ্বিতীয় স্থানে নিয়ে যান।

গত মৌসুমে, তিনি বার্সাকে ২০১৯ সালের পর তাদের প্রথম লা লিগা শিরোপা এনে দেন।

স্প্যানিশ সুপার কাপেও সাফল্য পায় জাভির শিষ্যরা, ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-১ ব্যবধানে হারিয়ে বার্সার কোচ হিসেবে প্রথম শিরোপা পায় তারা। তবে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লীগ এবং কোপা দেল রেতে ব্যর্থ হয়।

প্রায় দুই বছরের দায়িত্বে জাভি বার্সার পুরো স্কোয়াডই বদলে ফেলেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর অনেক দিনের পরীক্ষিত সেনানী সার্জিও বুসকেটস, জর্ডি আলবা এবং জেরার্ড পিকেকে দলছাড়া করেছেন বয়সের কারণে।

ইতিমধ্যে, ইল্কায় গুন্ডোয়ান এবং রবার্ট লেভানডস্কির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে ভিড়িয়েছেন তিনি। এ ছাড়া রোনাল্ড আরাউহো, আলেজান্দ্রো বাল্দে, পেদ্রি, গাভি এবং লামিন ইয়ামালের মতো তরুণদের সুযোগ দিয়েছেন তিনি।

এ ছাড়াও জোয়াও ফেলিক্স এবং জোয়াও ক্যানসেলো বার্সার স্কোয়াডের সবচেয়ে সাম্প্রতিক সাইনিং। তাদের আগমনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বেটিস এবং এন্টওয়ার্পের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সা। এই দুই জয়ে জাভি বলেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সা বর্তমানে তাদের সেরা ফুটবল খেলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি রিজওয়ানের

বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন

১০

সাভারে বিশ্ববিদ্যালয় সংঘর্ষে তদন্ত কমিটি, থানায় অভিযোগ দায়ের

১১

খড়ের মাঠ দখল নিয়ে গোলাগুলি, নিহত বেড়ে ৩

১২

গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহুর

১৩

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ

১৪

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক স্পষ্ট করলেন গোলাম পরওয়ার

১৫

মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে জাটকা

১৬

হোমনায় আজিজুর রহমান মোল্লার ৩১ দফার লিফলেট বিতরণ

১৭

‘মনোনয়ন পাওয়ার পর মিছিল ও মিষ্টি বিতরণ করা যাবে না’

১৮

সেদিন আ.লীগের নৃশংসতা অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী : রাশেদ প্রধান

১৯

ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ২৮ অক্টোবর : মুহাম্মদ শাহজাহান

২০
X