২০১৫ সালের পর থেকে ঘরের মাঠে ব্রাজিলকে একপ্রকার অপ্রতিরোধ্যই বলা চলে। বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ১৫ ম্যাচে জয় ফেয়েছে সেলেসাওরা। কিন্তু এবার হোঁচট খেতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভেনেজুয়েলার কাছে। এগিয়ে থেকেও ড্র নিয়ে সন্তুষ্ট হচ্ছে থাকতে হচ্ছে স্বাগতিকদের।
কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল নেইমার-ভিনিসিয়ুসরা। কিন্তু শেষদিকে ভেনেজুয়েলার বেল্লোর গোল স্তব্ধ করে দেয় নেইমারদের। এতে অপেক্ষাকৃত দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে সেলেকাওদের।
ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে হতাশায় মাথা নিচু করেই মাঠ ছেড়েছে ব্রাজিল। তবে মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে ব্রাজিল সুপারস্টার নেইমারকে। টানেলের ঢোকার মুখে গ্যালারি থেকে নেইমারের মাথায় পপকর্ন ঢেলেছেন দর্শক। এ সময় তার মাথায় পপকর্নের প্যাকেটটিও ছুড়ে মারা হয়।
EITA! O QUE FOI ISSO? JOGARAM PIPOCA NO NEYMAR E ELE FICOU REVOLTADO! MANDOU O TORCEDOR PRA AQUELE LUGAR! ️ Alerta de clima muito tenso na Arena Pantanal! Pqp! O que aconteceu? O camisa 10 ficou muito bravo! pic.twitter.com/49XtPfHZG5 — TNT Sports BR (@TNTSportsBR) October 13, 2023
এমন ঘটনায় বেশ খেপেছেন নেইমার। কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতেও দেখা যায় নেইমারকে। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে সেই সমর্থকের উদ্দেশে আঙুল দেখিয়ে কিছু বলতেও দেখা যায় তাকে। ওই সমর্থকও নেইমারকে ইশারা করে ব্যঙ্গ করছিলেন। যদিও সঙ্গে থাকা সতীর্থরা নেইমারকে শান্ত করে দ্রুত ড্রেসিংরুমে নিয়ে যান। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও।
শুক্রবার বাংলাদেশ সময় সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে টেবিলে শীর্ষে ওঠে আর্জেন্টিনা। শীর্ষে ওঠার সুযোগ থাকা স্বত্বেও হোঁচট খেয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
মন্তব্য করুন