২০২২ সালটি ভালোই গেছে লিওনেল আন্দ্রেস মেসির। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন কাঙ্ক্ষিত বিশ্বকাপ। হয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও। বিশ্বকাপের পরও জাতীয় দলের জার্সিতে ছন্দে আছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চীনের মাটিতে জুনের প্রীতি ম্যাচেও দুর্দান্ত এক গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
সদ্য ৩৬ বছরে পা দেওয়া মেসি দারুণ ছন্দে আছেন। তবে আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না তাকে। এসব সংবাদের মধ্যেই নতুন খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এক বছর দেখা যাবে না পৃথিবী সেরা ফুটবলারকে। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মিররের দাবি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার কাছে এক বছরের ছুটি চেয়েছেন মেসি।
এ সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে ডেইলি মিরর জানায়, মেসির নতুন ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। সেখানেই এই ফুটবল জাদুকর স্থায়ী হবেন পরিবার নিয়ে। স্থায়ী হওয়ার জন্যই সময় দরকার তার। যদিও এর আগে মেসি বার্সেলোনা ও পিএসজিতে ছিলেন। দুটি দেশ আলাদা হলেও একই মহাদেশে এবং সংস্কৃতিতেও মিল আছে।
কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান অন্য মহাদেশে। সেখানকার ভাষা, সংস্কৃতি, জীবন ইউরোপ থেকে আলাদা। সন্তানদের পড়াশোনা ও মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই কারণেই তিনি জাতীয় দল থেকে এক বছরের ছুটি চান।
তবে ব্রিটিশ সংবাদপত্রটির দাবি, মেসির এক বছরের বিশ্রামের অনুরোধে অবাক হয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও ফেডারেশনের প্রেসিডেন্ট। তবে তারা আর্জেন্টাইন সুপারস্টারের ছুটির বিষয়টি গুরুত্ব সহকারে ভাববেন বলে জানিয়েছেন। যাদি এই সংবাদ সত্য হয় তাহলে আগামী বছরের কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না সর্বকালের সেরা এই ফুটবলারকে।
মন্তব্য করুন