‘বিরিয়ানি’ শব্দটা সঠিকভাবে উচ্চারণ করা ফিলিপ বেকারের জন্য কঠিন ছিল। তার চেয়ে কঠিন ছিল এ খাবারের স্বাদটা মুখের ভাষায় বোঝানো। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে স্থানীয় খাবার ও আতিথেয়তায় তৃপ্ত জার্মানির এ সাংবাদিক। তৃপ্তির খোঁজে আবারও আসতে চান ঢাকায়।
দুই সহকর্মীকে নিয়ে ফিলিপ বেকারের ঢাকা সফরের উদ্দেশ্যে ছিল বসুন্ধরা কিংস-মাজিয়া এএফসি কাপ ম্যাচ দেখা। এভাবে এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখছে জার্মানির জনপ্রিয় ম্যাগাজিন ‘কিকার’-এর এ সাংবাদিক দল। আলাপচারিতায় তারা পরিষ্কারভাবে বোঝাতে পারলেন না এশিয়ার নিচু সারির এ ক্লাব প্রতিযোগিতা ঘিরে তাদের আগ্রহটা ঠিক কোন জায়গায়।
‘আমরা বিভিন্ন দেশে গিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপের ম্যাচ কভার করি। বসুন্ধরা কিংস একমাত্র বাংলাদেশী ক্লাব হিসেবে এএফসি কাপে খেলছে। এ ক্লাবের ম্যাচ দেখতেই এখানে হাজির হয়েছি’— বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার সন্ধ্যায় কালবেলাকে বলছিলেন ফিলিপ বেকার।
ঢাকায় আসার পথে বসুন্ধরা কিংসের মিডিয়া বিভাগের সহায়তা নিয়েছেন। আবাসন, খাবার, যাতায়ত— এমন নানা ইস্যুতে ক্লাবটির কর্মীদের কাছ থেকে সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিপ বেকার। বাংলাদেশ ও ঢাকা সম্পর্কে ইতিবাচক ধারনা নিয়েই দেশে ফিরছেন তিন জার্মান সাংবাদিক। জানিয়ে গেলেন, ‘নিশ্চিতভাবেই আবারও আসব এ দেশে।’
মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করেছে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতে গোল হজম করা বাংলাদেশ চ্যাম্পিয়নরা শেষদিকে দুই গোল করে। ম্যাচ সম্পর্কে ফিলিপ বেকার বলেছেন, ‘খেলাটা দারুণ ছিল। বসুন্ধরা কিংস গোল হজম করায় শুরুর দিকটা ভাল লাগেনি। শেষটা ছিল দুর্দান্ত।’ সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে মঙ্গলবার ভোরে জার্মানি ফিরে যাওয়ার কথা ফিলিপ বেকারদের।
মন্তব্য করুন