দোরিয়েলতনের সঙ্গে ওয়ান-টু খেলে প্রথমে জায়গা করে নেন মিগুয়েল। প্রতিপক্ষ গোলরক্ষক হুসেইন শরিফের এগিয়ে আসাটা দৃষ্টি এড়ায়নি। প্রায় ৩৫ গজ দূর থেকে বাঁকানো শটে বলটা জালে আছড়ে ফেললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। অসাধারণ এ গোল ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে, মিগুয়েল হয়ে গেলেন এএফসি কাপের পঞ্চম ম্যাচ ডে’র অন্যতম সেরা গোলদাতা।
এএফসি কাপের চতুর্থ ম্যাচ ডে-তে হওয়া গোলগুলোর মধ্যে সেরার তালিকায় জায়গা করে নিয়েছিল মোহনবাগানের বিপক্ষে করা মিগুয়েলের গোলটি। সে গোলের তুলনায় এবারেরটি ছিল আরও দৃষ্টিনন্দন! সন্দেহাতীতভাবেই পঞ্চম ম্যাচ ডে-তে হওয়া সেরা গোলের তালিকার ওপরের দিকেই থাকবে ম্যাচের ৮৮ মিনিটে করা জয়সূচক এ গোল।
চতুর্থ ম্যাচ ডে-তে হওয়া সেরা গোলের তালিকায় ছিলেন লেবাননের ক্লাব নেজমেহ এসির হাসান মেহান্না, ওমানের ক্লাব আল-নাহদার ইসাম আল-সাভি, কুয়েতের আল-আরাবির মামাদু থিয়াম, ফিলিপাইনের ক্লাব স্ট্যাল্লিওন ল্যাগুনার গ্রিফিন ম্যাকড্যানিয়েল, মালয়েশিয়ান ক্লাব সাবাহ এফসির জাফরি ফিরদৌস, ফিলিপাইনের ক্লাব ডাইনামিক হের্ব সেবু এফসির রবার্তো জুনিয়র করসামে, মিয়ানমারের শান ইউনাইটেডের ঝে খান্ত-মিন এবং বসুন্ধরা কিংসের মিগুয়েল ফেরেইরার গোল। এএফসি ওয়েবসাইটে দেওয়া দর্শকদের ভোটে সেরার স্বীকৃতি পেয়েছে মিগুয়েলের গোলটি। যা ৯৫ শতাংশ ভোট পেয়েছে! আরও একটি সেরার স্বীকৃতির প্রতীক্ষায় ২৩ বছর বয়সি এ প্লে-মেকার।
মন্তব্য করুন