ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:২৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

মাজিয়াকে নিয়ে সতর্ক কিংস

অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া এফসির বিপক্ষে হার দিয়েই এএফসি কাপ মিশন শুরু হয়েছিল বসুন্ধরা কিংসের। শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরে এসেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। পরের তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে 'ডি' গ্রুপের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা কিংস। প্রথম স্থান ধরে রাখার লড়াইয়ে সন্ধায় মাজিয়ার বিপক্ষে মাঠে নামবে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

সোমবার (২৭ নভেম্বর) এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে মাজিয়া এফসির মুখোমুখি হবে বুসন্ধরা কিংস। কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপের আরেক ম্যাচে উড়িশা এফসি খেলবে মোহনবাগানের বিপক্ষে।

৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ভারতীয় জায়ান্ট মোহনবাগানের সংগ্রহ সমান, ৭ পয়েন্ট। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে আছে ক্লাবটি। ম্যাচের আগে বেশ সতর্ক বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। সতর্কতার কারণ মালদ্বীপের ক্লাব মাজিয়ার কাছেই একমাত্র হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের।

‘ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচ নিয়ে আমাদের সবার আগ্রহ, আবেগ আছে। চেষ্টা করব কাজের ধারাবাহিকতা চালিয়ে নেওয়ার। প্রতিপক্ষকে বিশ্লেষণ করব, মাজিয়া অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ’— ম্যাচের আগে বলছিলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন। স্প্যানিশ এ কোচ আরও বলেন, ‘যে বিষয়গুলো ম্যাচে সামনে আসবে, তা নিয়ে আমরা সতর্ক আছি। মাজিয়ার শক্তি এবং দুর্বলতা নিয়ে কাজ করছি। ওদের দুর্বলতার সুযোগ নিতে হবে।’

মাজিয়ার কাছে ৩-১ গোলের হার দিয়ে মিশন শুরু হয়েছিল বসুন্ধরা কিংসের। দ্বিতীয় ম্যাচে উড়িশা এফসিকে হারিয়ে ঘুরে দাঁড়ায় টানা চারবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে মোহনবাগানের সঙ্গে ২-২ গোলে ড্র করা বসুন্ধরা কিংস সর্বশেষ ম্যাচে একই দলকে ২-১ গোলে হারিয়েছে। মাজিয়ার বিপক্ষে আজকের ম্যাচের পর উড়িশা এফসির বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।

ম্যাচের আগে বুসন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ‘যখন আমরা এএফসি কাপ শুরু করি, তখন থেকেই আমাদের লক্ষ্য ছিল ভালো কিছু করব। গ্রুপেও আমরা এ মুহূর্তে ভালো অবস্থানে আছি। আমাদের জন্য এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমাদের যে লক্ষ্য ছিল, সেটা অর্জনে স্থির থাকতে পারব।’

মাজিয়ার কাছে হারের কারণে আজকের ম্যাচ নিয়ে বেশ সতর্ক বসুন্ধরা কিংস। এ সম্পর্কে সোহেল রানা বলেছেন, ‘কোচ আমাদের নিয়ে কাজ করছেন কীভাবে জিততে হবে, কীভাবে খেলতে হবে। প্রতিটি খেলোয়াড়ই এ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। আমি মনে করি, নিজেদের মাঠে মোহন বাগানের বিপক্ষে যেভাবে খেলেছি, এই মানের খেলা খেলতে পারলে ইনশাল্লাহ জয় নিয়েই ফিরতে পারব।’

ম্যাচের আগে রবসন রবিনিয়োকে নিয়ে শঙ্কায় বসুন্ধরা কিংস। মোহনবাগানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাংসপেশিতে চোট পান ব্রাজিলিয়ান প্লে-মেকার। ম্যাচে তার খেলার প্রসঙ্গে আজ সকালে সিদ্ধান্ত নেবে বসুন্ধরা কিংস। এ প্রসঙ্গে ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর বায়োজিদ আলম জুবায়ের নিপু বলেন, ‘রবসনের পায়ে এখনও হালকা ব্যথা আছে। আজ তার সঙ্গে কথা বলব, তারপর এ ফুটবলারকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X