সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ ভুটানের বিপক্ষে ড্র করলেই ২০০৯ সালের পর আবারও সাফের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে জামাল ভূঁইয়ার দল।
আজ রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের প্র্রথমার্ধে মুরসালিন-রাকিবের গোলে ২-১-এ এগিয়ে যায়। বাকি গোলটি ছিল আত্মঘাতী।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। গোলপোস্ট থেকে বের হয়ে এসে হেডে বল ক্লিয়ার করেন ভুটান গোলকিপার। এর ৬ মিনিট পরেই আচমকা দূরপাল্লার শটে ভুটানকে এগিয়ে নেন সেন্ডা দর্জি।
গোল হজমের পর বাংলাদেশ দল আক্রমণের ঝড় তোলে ভুটানের রক্ষণে। ২১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করে সমতায় ফেরান মুরসালিন। ৩০ মিনিটে রাকিবের শট ভুটানের ডিফেন্ডারের গাঁয়ে লেগে জালে জড়িয়ে যায়। এর ৬ মিনিট পর রাকিব দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ৩-১ গোলের লিড এনে দেন।
মন্তব্য করুন