জার্মান বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। চলমান মৌসুমে চমক দেখানো বেয়ার লেভারকুজেনও ছুটছে পাগলা ঘোড়ার মতো। রাতে বোখুমকে উড়িয়ে নতুন এক কীর্তি গড়েছে জাভি আলোনসোর লেভারকুসেন। জার্মানির প্রথম ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ২৫ ম্যাচ শেষে অপরাজিত রয়েছে তারা।
বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ওলফসবুর্গকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে চোখ ধাঁধানো দ্বিতীয় গোলটি করেন কেইন। ১৫ ম্যাচে ২১ গোল করে বুন্দেসলিগায় পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির রেকর্ড ভাঙেন ইংলিশ স্ট্রাইকার।
রাতের আরেক ম্যাচে ভিএলএফ বোখুমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বেয়ার লেভারকুজেন। চেক রিপাবলিকের পিটার শিকের হ্যাটট্রিকের পাশাপাশি বাকি গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর বোনিফেস।
ভক্সওয়াগেন অ্যারেনায় ওলফসবুর্গের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে দুর্দান্ত গোলটি করেন কেইন। ডি-বক্সের বাইরের থেকে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন ইংল্যান্ড অধিনায়ক। বুন্দেসলিগায় ইংলিশ তারকার গোলসংখ্যা এখন ২১। যা কি না প্রথম ১৫ ম্যাচ শেষে প্রতিযোগিতার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৫ ম্যাচ শেষে সর্বোচ্চ ২০ গোলের নজির ছিল বায়ার্নের সাবেক পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির।
The first team in German football history to remain unbeaten after the first 25 games of a campaign 81 Goals 18 Conceded pic.twitter.com/NipbeOI1Ue
— OneFootball (@OneFootball) December 20, 2023ওলফসবার্গকে হারিয়েও বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার দুইয়েই রয়েছে বায়ার্ন। ১৫ ম্যাচ শেষে বাভারিয়ানদের পয়েন্ট ৩৮। অন্যদিকে এক বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মৌসুমের চমক বেয়ার লেভারকুজেন। জাভি আলোনসোর কোচিংয়ে নতুন এক কীর্তি গড়েছে লেভারকুজেন। দেশটির প্রথম ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ২৫ ম্যাচ শেষে অপরাজিত রয়েছে। ২২ জয়ের পাশাপাশি ৩টি ড্র করেছে আলোনসো বাহিনী। এ ছাড়া ২৫ ম্যাচে প্রতিপক্ষকে ৮১ গোল দিয়েছে লেভারকুজেন।
মন্তব্য করুন