ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে গোলবন্যায় ভাসিয়ে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছেছে লিভারপুল। উয়েফা ইউরোপা ও প্রিমিয়ার লিগে জয়হীন থাকার পর কাঙ্ক্ষিত জয়ের স্বাদ পেয়েছে অল রেডরা। আর্সেনালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসলেও ইয়ুর্গেন ক্লপ বাহিনীর কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ওয়েস্টহ্যাম।
বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে অ্যানফিল্ডে ওয়েস্টহ্যামকে ৫-১ গোলে হারিয়েছে লিভারপুল। অল রেডদের হয়ে জোড়া গোল করেন কার্টিস জোনস। একবার করে জালের দেখা পান ডমিনিক সোবোস্লাই, কোডি গাকপো এবং মোহাম্মদ সালাহ।
লিগ কাপের ইতিহাসে রেকর্ড ১৯ বার সেমিফাইনালের টিকিট কেটেছে লিভারপুল। অ্যানফিল্ডে প্রথম থেকেই ওয়েস্টহ্যামকে নাজেহাল করে ছাড়ে অল রেডরা। আক্রমণের ধারাবাহিকতায় ২৮ মিনিটে এগিয়ে যায় ক্লপ বাহিনী। ডোমিনিক সোবোস্লাইয়ের গোলে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে গোল বৃষ্টি শুরু হয় অ্যানফিল্ডে। যার চারটি করে লিভারপুল এবং একটি পরিশোধ করে ওয়েস্টহ্যাম। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোনস। ৭১ মিনিটে স্বাগতিকদের আরও একবার উল্লাসে ভাসান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। ৬ মিনিট পর ব্যবধান কমিয়ে ৩-১ করেন ওয়েস্টহ্যামের ইংলিশ ফরোয়ার্ড জেরড বোয়েন। ৮২ ও ৮৪ মিনিটে আরও দুটি গোল আদায় করে নেয় লিভারপুল। স্কোরশিটে নাম লেখান মিশরীয় তারকা সালাহ এবং নিজের দ্বিতীয় গোল করা জোনস।
২০২৪ সালের জানুয়ারিতে সেমিফাইনালে ফুলহ্যামের মুখোমুখি ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
মন্তব্য করুন