চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের সেই আলোচিত ম্যাচের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনা ভক্তদের মাঝে হইচই ফেলে দিয়েছিলেন লিওনেল মেসিদের কোচ লিওনেল স্কালোনি। গুঞ্জন উঠেছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্ব চরমে যাওয়ার কারণে ছাড়ছেন দায়িত্ব। তবে এবার নিজেই সবকিছু থামিয়ে দিলেন। জানালেন মেসি-আলভারেজদের ছাড়া কোথাও যাচ্ছেন না তিনি।
আর্জেন্টিনার বিখ্যাত স্পোর্টস সাংবাদিক গ্যাস্টোন এদুলও সামাজিকমাধ্যমে জানান, অন্তত কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থেকে যাচ্ছেন স্কালোনি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
অবশ্য স্কালোনি যে কোথাও যাচ্ছেন না এই ইঙ্গিত এসেছিল আগেই। বারবার পিছানো তাপিয়া-স্কালোনি বৈঠক অবশেষে হয়েছে বলে জানায় আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। জানা যায়— আগামী মার্চে আর্জেন্টিনার চীন সফর নিয়ে পরিকল্পনা সাজাতেই সভাপতি তাপিয়ার সঙ্গে স্কালোনির বৈঠক হয়। যেখানে অন্য বিষয়ের সাথে কোচের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। পরবর্তীতে ওই বৈঠকে তোলা দুজনের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে শেয়ার করেন তাপিয়া। সেখানে হ্যাশট্যাগে স্কালোনেটা-মোডোঅন যোগ করে তাপিয়া লেখেন, ‘তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালোই লেগেছে, গ্রিঙ্গো!’এর মাধ্যমে স্কালোনির দায়িত্ব ছাড়ার বিষয়ে সেই দ্বিধা ছিল, তার ইতি ঘটেছে বলে ধরে নেওয়া হচ্ছে!
এদিকে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি নিজেই জানান, এটা বিদায়ের কথা ছিল না। এসব কথা এখন না ভাবার কথাই বলেছেন এবং ভবিষ্যতে কোচ হিসেবে চালিয়ে যাওয়ার কথাও জানালেন তিনি।
তার ভাষ্য মতে, ‘আমি সবসময়ই বলে আসছিলাম সময়টা থেমে থাকার এবং চিন্তা করার। এটা বিদায়ের কথা ছিল না। শুধুমাত্র সেই মুহূর্তের প্রতিচ্ছবি ছিল। এখন আমাদের চালিয়ে যেতে হবে।’
এ ছাড়াও আর্জেন্টিনা জাতীয় দলে মেসি আর কত দিন খেলবেন এই প্রসঙ্গেও কথা বলেছেন স্কালোনি, ‘অন্য কিছু ভাবার আগপর্যন্ত লিও (মেসি) চালিয়ে যাবে। সে মাঠে সময়টা উপভোগ করছে, এই কারণেই (খেলা) চালিয়ে যাবে। আমরা সব সময়ই বলে এসেছি, যখন আর পারবে না, তার আগপর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে। কারণ (অবসরের) পরের সময়টা হবে খুব কঠিন।’
মন্তব্য করুন