ইউরোপের সেরা ৫ লিগের মধ্যে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই যা একটু লড়াই হচ্ছে। সেরা তিন দল আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে জমে ওঠা শিরোপার ত্রিমুখী লড়াইয়ে বাড়তি রশদ হিসেবে ছিল আজকের লিভারপুল-ম্যানচেস্টার সিটি লড়াই। তবে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে পারেনি কেউই।
রোববার (১০ মার্চ) লিভারপুলের হোম গ্রাউন্ড আনফিল্ডে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ধারাবাহিক দুই ইংলিশ ক্লাবের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। ম্যাচটিতে প্রথমার্ধে ম্যান সিটির হয়ে গোল করেন জন স্টোনস। আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান অলরেডদের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।
নিজেদের মাঠে দলের সেরা অনেক খেলোয়াড় ইনজুরিতে জর্জরিত থাকলেও ঠিকই নিজেদের স্বভাবসুলভ আক্রমণের পসরা সাজিয়ে বসে লিভারপুল। যদিও রোমাঞ্চ ছড়ানো ম্যাচে প্রথমে এগিয়ে যায় ম্যানসিটিই। একবার লিভারপুল এগিয়ে গেলে পর মুহূর্তেই সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৩তম মিনিটে পাওয়া কর্নার থেকে দুর্দান্ত এক রুটিনে গোল করেন ম্যানসিটির ডিফেন্ডার জন স্টোনস। কেভিন ডি ব্রুইনের বুদ্ধিদীপ্ত পাসে গোল করেন ইংলিশ এই ডিফেন্ডার। এরপর অবশ্য আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় লিভারপুল। তবে প্রথমার্ধে আর গোলের শোধ করতে পারেনি অলরেডরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। সিটির ডিফেন্সের ভুলে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় আনেন বিশ্বজয়ী আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টার। এরপর আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে গোল পাচ্ছিল না কোন দল। দুই দলের কোচই একাধিক পরিবর্তন আনেন। তবে তাতেও লাভ হয়নি। ম্যাচে বাড়ানো সময়ে ম্যানসিটিকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আর পায়নি ক্লপের দল।
লিভারপুল-ম্যানসিটির এই ম্যাচে জয়ী দল না থাকায় অবশ্য লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মিকেল আর্তেতার দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে ম্যানসিটি।
মন্তব্য করুন