

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানের সভাপতিত্বে ও রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজ রহমান দিপু ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং সাধারণ মানুষের ভরসার প্রতীক। বিশেষ করে রূপগঞ্জের মানুষের প্রতি তার গভীর টান ছিল। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও জনসেবার শিক্ষা আমাদের মাঝে রয়ে গেছে। ওনার আত্মার শান্তি কামনায় আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
আলোচনা শেষে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমার পরকালীন মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি এবং রূপগঞ্জের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬০০০ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতায় কষ্ট পাওয়া সাধারণ মানুষ এই সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুমার জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা জিয়া পরিষদের সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম, সাধারণ সম্পাদক অ্যাড. গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি খোকন খানসহ কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন