কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল ও সিএফটি) নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে মতবিনিময় করেছে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট। এ উপলক্ষে ব্যাংকের শীর্ষ নেতৃত্বের জন্য একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।

গত ২৯ ডিসেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ওই সেশনে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন বিএফআইইউর নির্বাহী পরিচালক ও প্রধান (কারেন্ট চার্জ) মো. মোফিজুর রহমান খান চৌধুরী এবং যুগ্ম পরিচালক জুয়েরিয়া হক।

সেশনে বিএফআইইউ কর্মকর্তারা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের সরাসরি সম্পৃক্ততার ওপর জোর দেন।

তারা বলেন, ‘টোন ফ্রম দ্য টপ’ নিশ্চিত না হলে ব্যাংকের ভেতরে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। আলোচনায় শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতা, ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনশীল আর্থিক অপরাধ ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।

এই সেশনের উদ্দেশ্য ছিল এএমএল ও সিএফটি বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা সম্পর্কে পরিচালনা পর্ষদের ধারণা আরও স্পষ্ট করা, তদারকি কার্যক্রম জোরদার করা এবং ব্যাংকজুড়ে একটি শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি প্রতিষ্ঠায় সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকা সুদৃঢ় করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ার সালেক আহমেদ আবুল মাসরুর এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও বোর্ড অডিট কমিটির চেয়ার চৌধুরী এমএকিউ সারওয়ার। এছাড়া বোর্ড সদস্য ড. জাহিদ হোসেন, ফারজানা আহমেদ, লীলা রশিদ ও আনিতা গাজী রহমান এতে অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খানসহ সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সেশনে বক্তব্যে মো. মোফিজুর রহমান খান চৌধুরী বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনার তদারকি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নেতৃত্বের জবাবদিহিতা ও ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ছাড়া এ খাতে কার্যকর প্রতিরোধ সম্ভব নয়। ব্যাংক খাতে বিদ্যমান চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সুশাসনের ঘাটতিই বর্তমান সমস্যার অন্যতম প্রধান কারণ।

ব্র্যাক ব্যাংক সূত্র জানায়, এ উদ্যোগ ব্যাংকের সুশাসন জোরদার, নিয়ন্ত্রক পরিপালন নিশ্চিতকরণ এবং স্বচ্ছ ও নৈতিক ব্যাংকিং চর্চা এগিয়ে নেওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি শিক্ষককে হেনেস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

১০

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১১

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১২

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৪

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৫

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৬

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৭

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৮

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৯

যুবদল নেতাকে বহিষ্কার

২০
X