স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

অজেয় ‘ইতিহাদে’ কি জয় ছিনিয়ে আনতে পারবে রিয়াল?

ভিনিসিয়ুস আজকের ম্যাচে গড়ে দিতে পারেন পার্থক্য। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস আজকের ম্যাচে গড়ে দিতে পারেন পার্থক্য। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের গতরাতের ম্যাচ দুটিতে দুর্দান্ত খেলা উপহার পেয়েছে ফুটবল ভক্তরা। সেই দুই ম্যাচ ছাপিয়ে আজকে রয়েছে আরো বড় ও হাইভোল্টেজ ম্যাচ। ম্যানচেস্টারে রাতে বলতে গেলে ফাইনালের আগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও আসরের সর্বোচ্চ ট্রফি জয়ী দল রিয়াল মাদ্রিদ।

ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদে কখনোই জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। বুধবার (১৭ এপ্রিল) রাত ১টায় সেই লক্ষ্যেই মাঠে নামবে লা লিগার জায়ান্টরা। কার্লো আনচেলত্তির শিষ্যরা ইতিহাস গড়তেই চাইবে ইতিহাদে।

অন্যদিকে ইতিহাসের সামনে দাড়িয়ে ম্যানচেস্টার সিটিও। গত মৌসুমে ট্রেবল জয়ের পর এই মৌসুমেও ট্রেবল জয়ের হাতছানি ইংলিশ ক্লাবটির সামনে। চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ তিন শিরোপার পথে বেশ ভালোভাবেই আছে সিটিজেনরা। তবে তার একটিতে টিকে থাকতে আজ রিয়াল বাধা টপকাতে হবে পেপ গার্দিওলার শিষ্যদের।

গত মৌসুমে একই আসরে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই দেখায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিজেদের মাঠে নিজেদের সমর্থকদের সামনে রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। ১৪ বারের চ্যাম্পিয়নদের এবারও টুর্নামেন্ট থেকে বিদায়ের লক্ষ্য থাকবে সিটির। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার রিয়ালকে বিদায় করা অতটা সহজ হবে না।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে গত সপ্তাহে ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে গত মৌসুমে এই মাঠেই দ্বিতীয় লেগের ম্যাচে ৪-০ গোলে রিয়ালকে বিধ্বস্ত করেছিল সিটি।

এদিকে সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এখনো পর্যন্ত সিটিজেনদের কোনো ম্যাচে হারাতে পারেনি রিয়াল। ৬ ম্যাচ খেলে ৪টিতেই জিতেছে সিটি, ২টি ম্যাচ হয়েছে ড্র।

তবে মাঠের লড়াইয়ে আজ শেষ পর্যন্ত জয়ী হবে কোন দল তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষ করে দলটাও যখন রিয়াল মাদ্রিদ। সবশেষ ১৩ আসরের মধ্যে ১১টিতেই অন্তন সেমিফাইনাল খেলেছে রিয়াল। তাই লস ব্লাঙ্কোসদের সমীহ করতেই হয়। সিটি কোচ গার্দিওলাই সে কথাই বলেছেন। একই সঙ্গে এটাও বলেছেন যে, স্প্যানিশ জায়ান্টদের ভয় পান না তিনি।

গার্দিওলা জানান, ‘আমি ওদের ভয় পাই না। ওদের অনেক সম্মান করি আমি। অনেকবার ওদের মুখোমুখি হয়েছি। তাদের হারাতে ভালো খেলতে হবে। হয়তো হারবো বা জিতবো, কিন্তু আমি ওদের ভয় পাই না, যদি তারা আমাদের হারায়, আমরা ওদের অভিনন্দন জানাব।’

এদিকে গত মৌসুমে সেমিতে সিটির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও তা নিয়ে পড়ে থাকতে রাজি নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘অতীতে কী ঘটেছে, সেদিকে তাকানো যাবে না। আগের লেগের কথা মাথায় রেখে আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে ভাবতে হবে। লড়াই করতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। আমরা বিশ্বাস করি, সমস্যা তৈরি করার (সিটির জন্য) সামর্থ্য আমাদের আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১০

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

১১

ভারতকে ট্রফি না দেওয়ায় জাতীয় সম্মাননা পাচ্ছেন মহসিন নকভি

১২

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

১৩

মা ইলিশ রক্ষায় কীর্তনখোলা নদীতে নৌ-র‍্যালি

১৪

পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর কারাগারে

১৫

জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় : শফিকুর রহমান

১৬

সাংবাদিক হায়াত হত্যা, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

১৭

দুর্গোৎসব পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারভেজ মল্লিক / বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অনেকটাই ধরে রেখেছে সনাতন ধর্মাবলম্বীরা

১৮

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

১৯

প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান

২০
X