স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বার্নাব্যুর মহারণের পর ইতিহাদে চোখ রিয়াল-সিটির 

আনচেলত্তি ও গার্দিওলা। ছবি : সংগৃহীত
আনচেলত্তি ও গার্দিওলা। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জমজমাট এক লড়াই উপহার দিয়েছে ইউরোপের অন্যতম সেরা দুই দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (৯ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া শ্বাসরুদ্ধকর এই ম্যাচ ৩-৩ গোলের সমতায় শেষ হলেও ম্যাচজুড়ে উত্তেজনার কমতি ছিল না। ম্যাচটি ফুটবলভক্তদের মনের আশা পূরণ করলেও দুদলের কোচের মধ্যেই রেখে দিয়েছেন অনেক প্রত্যাশা। বিখ্যাত এই দুই দলের এই দুই বিখ্যাত কোচই এখন তাকিয়ে রয়েছে ইতিহাদের দ্বিতীয় লেগের ম্যাচের দিকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১২ মিনিটেই দিয়াজের আত্মঘাতী গোলের পর ১৪ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়েও যায় রিয়াল। দ্বিতীয় হাফে সমতায় ফিরে আবারও লিড নেয় ম্যানসিটি। তবে শেষ মুহূর্তে ভালভার্দের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

সংবাদ সম্মেলনে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের কথাই বলেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তিনি ম্যাচ শেষে বলেন, ‘দুই দলের জন্য অবিশ্বাস্য একটি ম্যাচ ছিল। মাঠে যে উঁচুমানের ফুটবল খেলা হয়েছে তা নিয়ে কোনো সংশয় নেই। দুটি অসাধারণ দল। ম্যাচের ফল যথেষ্ট মনে হয়েছে। যা করেছি তাতে সন্তুষ্ট এবং এই ধরনের খেলা ফিরতি লেগেও দেখাতে চাই।’

তবে সন্তুষ্টির সঙ্গে হতাশাও কাজ করেছে রিয়ালের কোচের। তিনি ম্যাচটি প্রথম হাফেই শেষ না করার হতাশা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘আমাদের দিক থেকে ম্যাচটা খুবই ভালো ছিল। আমরা খুব খারাপভাবে শুরু করেছিলাম গোল হজম করে। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের সুযোগ ছিল ৩-১ করে ফেলার; কিন্তু ওরা দুটি অবিশ্বাস্য গোল করে বসে। এখন আমাদের অসুবিধা যে প্রতিপক্ষের মাঠে খেলতে হবে, তবে আমরা একইভাবে খেলব।’

অন্যদিকে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও আনচেলত্তির মতো একই সুরে কথা বলেছেন। তিনিও ম্যাচ শেষে বলেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে, আনন্দময় ম্যাচ। আমরা বার্নাব্যুতে ৩টা গোল করেছি। এটা দারুণ ব্যাপার। আমাদের জন্য ভালো ফল, অবশ্যই। রিয়াল মাদ্রিদ দলটা নিয়ে আমি খুব উচ্চ ধারণা পোষণ করি। ওদের সঙ্গে এটা করা (৩-৩ ড্র করে ফিরে যাওয়া) সহজ কথা না।’

একইভাবে নিজেদের ঘরের মাঠের ফিরতি লেগে জয়ের আশা বিশ্বজয়ী এই কোচের। তিনি বলেন, ‘এক সপ্তাহ পরে আমাদের আবার দেখা হচ্ছে। ম্যানচেস্টারে আশা করি সব টিকিটই বিক্রি হয়ে যাবে। আমাদের সমর্থকেরা আমাদের সহযোগিতা করবেন একটা গোলে, বাকিটা আমরা করব। আমরা সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করব।’

তবে ইতিহাদে শেষ হাসি কে হাসবে গার্দিওলা না আনচেলত্তি? এই প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা

বাজারভিত্তিক সুদহারে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক : এফবিসিসিআই

কয়রায় সিপিজি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চায়না বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা চুক্তি

ঢাকায় অতিরিক্ত গরমে আনসার সদস্যের মৃত্যু

হজযাত্রীবাহী বিমান উড়তেই ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ

ঢাকায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন করুন দ্রুত

তীব্র গরমে পথচারীর মৃত্যু

‘৩০ ব্যবসায়ী গোষ্ঠীর দখলে শীতলক্ষ্যা নদীর দুই পাড়’

রাতের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

যুবলীগ নেতাকে ছাত্রলীগের আল্টিমেটাম

১১

সতর্ক করল বিমান মন্ত্রণালয়

১২

ভাসানীর আদর্শে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : জাগপা

১৩

ব্রাঞ্চ ম্যানেজার নেবে ল্যাবএইড, ৪৫ বছরেও আবেদন

১৪

নির্বাচন কমিশন একদিন বিশ্বের রোল মডেল হবে : ইসি হাবিব

১৫

হবিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

২৫০ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

১৭

‘কোরবানিতে চাহিদার চেয়ে ২৩ লাখ পশু বেশি আছে’

১৮

যুবলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে পাঠান হলো হাসপাতালে

১৯

সোশ্যাল মিডিয়ার কারণে সংবাদের বস্তুনিষ্ঠতা হারিয়েছে

২০
X