স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৯:২৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কম গোল হজমের লক্ষ্য বাংলাদেশের

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বৃহস্পতিবার (৬ জুন) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এশিয়ার সাবেক চ্যাম্পিয়ন এবং কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সকারুদের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের পরিকল্পনা?

শুধু ভালো খেলার কথা বলা ছাড়া আর কী বলতে পারেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। মেলবোর্নে অ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলে হেরেছিল জামাল-তপুরা। সেটিকে বাজে দিন হিসেবে প্রমাণ করতে চান স্প্যানিশ কোচ। এবারের বিশ্বকাপ ও এশিয়া বাছাইয়ে এখনো অপরাজিত অস্ট্রেলিয়া। ১২ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে ফেলেছে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব।

একই সঙ্গে নিশ্চিত হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ড। শক্তিশালী দলের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামার কথা জানান কাবরেরা। তিনি বলেন, ‘আমরা ভালো খেলতে চাই। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছিলাম। এবার দেশের মাঠে পারফরম্যান্সের উন্নতি চাই।’ হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে দর্শকদের আনন্দ দিতে চান বাংলাদেশের কোচ, ‘আমরা এমন একটা ম্যাচ খেলতে চাই, যেটি শুধু আমাদের জন্যই নয়, দর্শকদের জন্যও আনন্দময় অভিজ্ঞতা হবে। নিজেদের মাঠে খেলা, আমরা জানি, ঘরের মাঠে আমরা খুব খারাপ খেলি না।’

দলের ফুটবলারদের নিজেদের দায়িত্বগুলো স্মরণ করিয়ে দিয়ে কাবরেরা বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজমের মূল কারণ ছিল, আমরা দ্রুত গোল খেয়েছিলাম। কালকের ম্যাচে যেন এমনটা না হয়, সেটি আমাদের দায়িত্ব।’

গোল কম খাওয়াই বাংলাদেশ কোচের লক্ষ্য, ‘আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আমরা যেন দ্রুত গোল না হজম করি। গোল না খেলে আমাদের সম্ভাবনা তৈরি হবে। আমরা দৃঢ় মানসিকতা নিয়ে খেলতে চাই। আমরা এ নিয়ে কাজ করেছি। আগে গোল না খেলে দল আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করে যেতে হবে।’

ঢাকার প্রচণ্ড গরম সকারুদের বিপক্ষে ভালো খেলার সাহস জোগাচ্ছে দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে, ‘মেলবোর্নে অনেক ঠান্ডা ছিল। সবাইকে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এখানে নিজেদের মাঠে খেলা। প্রচুর দর্শক থাকবে, সমর্থক থাকবে। পরিবারের সদস্যরাও থাকবে। আমরা এখানে নিজেদের মেলে ধরতে চাই। আমরা প্রমাণ করে দিতে চাই, মেলবোর্নে ৭ গোলে হারাটা ছিল বাজে দিনের ব্যাপার।’

আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। পৌনে ৫টায় শুরু হবে ম্যাচটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১০

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১১

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১২

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৪

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৫

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১৬

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৭

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

১৯

যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

২০
X