ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না জামাল ভূঁইয়া। বিরতির পর সুযোগ পেয়েছে দেখান ঝলক। তবে মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ্য বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে লেবাননের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি।
মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের হারের ম্যাচে চোট পেয়েছিলন মোহাম্মদ সোহেল রানা। তার ইনজুরির কারণে একাদশে সুযোগ পেয়েছেন জামাল। রক্ষণেও পরিবর্তন এনেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বাদ পড়েছেন মেহেদী হাসান মিঠু।
সকারুদের প্রথম গোলটা হয় তার আত্মঘাতীতে। তার পরিবর্তে একাদশে আছেন শাকিল হোসেন। এই দুই পরিবর্তন নিয়ে কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লেবাননের মুখোমুখি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের ৫-৩-২ ফরমেশন নিতে খেলবেন জামাল-তপুরা।
গোলপোস্টে মিতুল মারমা। তপু বর্মণ, শাকিল হোসেন ও তারিক কাজী আছেন সেন্টার ব্যাকে। রাইট ব্যাকে সাদ উদ্দিন আর লেফট ব্যাকে খেলবেন ইসা ফয়সাল।
মোহাম্মদ হৃদয় আছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তার সামনে মিডফিল্ডে আছেন জামাল ও সোহেল রানা। আক্রমণে আছেন রাকিব হোসেন ও শেখ মোরছালিন।
বাংলাদেশ একাদশ:
গোলকিপার: মিতুল মারমা
ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল হোসেন, ইসা ফয়সাল, সাদ উদ্দিন ও তারিক কাজী
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও জামাল ভূঁইয়া
ফরোয়ার্ড: শেখ মোরসালিন ও রাকিব হোসেন।
মন্তব্য করুন