স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৯:১৫ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোকে হারিয়ে কোপার প্রস্ততি শুরু ব্রাজিলের

পেরেইরার গোলে ম্যাচে লিড পায় ব্রাজিল। ছবি : সংগৃহীত
পেরেইরার গোলে ম্যাচে লিড পায় ব্রাজিল। ছবি : সংগৃহীত

আর মাত্র ১০ দিন পরই যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠে গড়াবে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে শিরোপার অন্যতম দাবিদার বিশ্ব ফুটবলেল অন্যতম বড় পরাশক্তি ব্রাজিল। আসন্ন এই আসরের শিরোপা লড়াই শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সাড়ছে সেলেসাওরা। আর সেই ম্যাচের প্রথমটিতে এনড্রিকের ‍শেষ সময়ের দুর্দান্ত গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

রোববার (৯ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের কাইল ফিল্ডে ফিফার প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে আন্দ্রেস পেরেইরা, মার্তিনেলি ও এনড্রিক গোল করেন। মেক্সিকোর পক্ষে জুলিয়ান কুইনোস ও গুলেরোমো মার্তিনেজ গোল করেন।

ম্যাচটি ২-০ গোলে এগিয়ে গিয়েও ড্রয়ের শঙ্কায় ছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের সেই শঙ্কা থেকে উদ্ধার করে ১৭ বছর বয়সী বিষ্ময় বালক এনড্রিক।

কাইল ফিল্ডে ম্যাচের শুরু থেকেই পাঁয়ের জাদুতে মেক্সিকোকে আটকে রাখে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলাফল আসে প্রথমার্ধের পঞ্চম মিনিটের মাথায়। আন্দ্রেয়াস পেরেইরার গোলে এগিয়ে যায় দরিভাল জুনিয়রের শিষ্যরা। প্রথমার্ধে এরপর আরও চেষ্টা করেও গোল করতে পারেনি সেলেসাওরা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে কোপার শিরোপার অন্যতম দাবিদাররা। ম্যাচের ৫৪ মিনিটেই গ্যাব্রিয়েল মার্তিনেলির সহজ গোলে ২-০ গোলে এগিয়ে যায় হলুদ জার্সিধারীরা। সবাই তখন ভাবছিল হেসে খেলেই ম্যাচ জিতে যাবে ব্রাজিল। তবে তখনও ম্যাচে যে নাটকীয়তা বাকি আছে।

পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা ব্রাজিল শিবির হঠাৎ ছন্দপতন হয়। যার ফলশ্রুতিতে ম্যাচের ৭৩ মিনিটে জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে এক গোল পরিশোধ করেন। গোল খাওয়ার পর ব্রাজিল মাঠে নামায় প্রথম একাদশে না থাকা সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিনিসিয়ুস জুনিয়রকে।

মনে হচ্ছিল ২-১ গোলের জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়বে তখনই ম্যাচে নতুন মোড়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গুলেরোমো মার্তিনেজ ব্রাজিলের জালে বল জড়ান। মনে হচ্ছিল হয়তো তীরে এসে তরী ডুবছে ব্রাজিলের। তবে তখনও এই ‍ম্যাচ যে শেষ হয়নি।

ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ষ্ঠ মিনিটে ডি বক্সে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসে লাফিয়ে নিখুঁত হেডে এনড্রিকের গোলে লিড নেয় লাতিন আমেরিকার পরাশক্তিরা। জাতীয় দলের জার্সিতে ৬ ম্যাচে পরের মৌসুমে রিয়ালে যোগ দিতে যাওয়া এনড্রিকের এটা চতুর্থ গোল। এর ফলে জমজমাট ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

কোপা আমেরিকার আগে অবশ্য এটি সেলেসাওদের শেষ ম্যাচ নয়। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা প্রস্তুতি শেষ করবে ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X