স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
কোপা আমেরিকা

নতুন ব্রাজিলে হবে কি শিরোপার পুনরুদ্ধার?

ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

গ্রীষ্মকালীন ফুটবলীয় উত্তেজনা বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত কোপা আমেরিকা আয়োজনের জন্য। ১৬ দলের অংশগ্রহণে মহাদেশীয় এ টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার নয় বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

২০২১ সালে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর কাতারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় সেলেসাওরা।

ব্যর্থতার দায়ে বিদায় নেন তিতে। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের প্রাণ ভোমরা নেইমার। তবে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দশম শিরোপা জয়ের লক্ষ্যে ছুটছে নতুন ব্রাজিল।

প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট। বর্ষীয়ান এই কোচের অধীনে এ পর্যন্ত খেলা তিন ম্যাচেই অপরাজিত সেলেসাওরা। দায়িত্ব নিয়েই ব্রাজিলকে নতুনভাবে সাজান দরিভাল জুনিয়র।

কোপার জন্য তার ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপে ব্রাজিলের হবে সবচেয়ে বেশি গোল করা ক্যাসেমিরো এবং রিচার্লিসন। বিবেচনায় আনেননি ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনি এবং আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোট পান ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। কাজেই শতবর্ষী এই টুর্নামেন্টে তার খেলা হচ্ছে না।

তবে জাতীয় দলে সুযোগ পেয়েই আলো ছড়াচ্ছেন ১৭ বছর বয়সী এনড্রিক। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে করেছেন তিন গোল। এ ছাড়া দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা। ভরসার নাম ভিনিসিয়সু জুনিয়র

ক্রিশ্চিয়ানো রোনালদো-করিম বেনজেমার পর ইউরোপীয় ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের পতাকা উঁচু তুলে ধরেছেন তিনি। ২৩ বছর বয়সী এই ফুটবলার স্প্যানিশ জায়ান্টদের হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন।

লস ব্লাঙ্কোসের হয়ে স্প্যানিশ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সর্বোচ্চ গোল তার। ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল ভিনিসিয়ুস জুনিয়র, জাতীয় দলে ততটা নন। সেলেসাওদের হয়ে মাত্র তিন গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা।

তবে ক্লাব ফুটবলের ফর্ম যদি কোপা পর্যন্ত টানতে পারেন তাহলে ব্রাজিলের অন্যতম তুরুপের তাস হবেন এই স্পিড স্টার।

আলো ছড়ানোর অপেক্ষায় এনড্রিক

প্রতিভায় মুগ্ধ হয়ে এরই মধ্যে তার সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাইসের হয়ে দুর্দান্ত ছিল তার পারফরম্যান্স। ব্রাজিলিয়ান লিগে অনুর্ধ্ব-১৮ বয়সী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নাজারিওর ১১ গোলের রেকর্ড ছুঁয়েছেন ১৭ বছর বয়সী এই তারকা।

ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও দুর্দান্ত তিনি। সেলেকাওয়ের হয়ে পাঁচ ম্যাচে করেছেন তিন গোল।

ব্রাজিল ম্যাচের ফিক্সচার

কোপা আমেরিকার গ্রুপ ডি’তে ব্রাজিলের সঙ্গী কোস্টারিকা, প্যারাগুয়ে ও কলম্বিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম ফেবারিট সেলেসাওরা। ফিফার র‌্যাঙ্কিং বিবেচনায় আনলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের কোনো ঝামেলা হওয়ার কথা নয়।

বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৭টায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপার মিশন। এরপর ২৯ জুন ও ৩ জুলাই যথাক্রমে সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।

২০১৯ সালে সর্বশেষ কোপার শিরোপা জিতেছিল ব্রাজিল। মাঝে একটি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে হৃদয়ভঙ্গ হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই আসছে আসরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের গৌরব ফিরে পেতে মরিয়া হয়ে খেলবে ব্রাজিলিয়ানরা।

আন্তর্জাতিক অঙ্গনে অপ্রমাণিত কোচের অধীনে নতুনরূপের এই ব্রাজিল কি পারবে কোপার শিরোপা পুনরুদ্ধার করতে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১০

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১১

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১২

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৩

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৪

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৫

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

১৬

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

১৭

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৮

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

১৯

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

২০
X