স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৬:৩৮ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বুড়ো হাড়ের ভেল্কি দেখানোর অপেক্ষায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগালের কিংবদন্তি ফরোয়ার্ড ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৯ বছর বয়সে তার ষষ্ঠ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (ইউরো) মাঠে নামবেন। বয়স ৪০ এর কাছাকাছি গেলেও ফুটবলকে সমানভাবে উপভোগ করছেন ৬ বারের ব্যালন ডি’অর জয়ী। তিনি এখনো ফুটবল খেলতে পারাকে ‘উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক বুড়ো বয়সেও দেশকে আরেকটি শিরোপা এনে দিতে মুখিয়ে আছেন।

২০০৩ সালে তার অভিষেকের পর থেকে পর্তুগালের প্রতিনিধিত্ব করার জন্য তার আবেগকে জোর দিয়ে রোনালদো বলেন, ‘জাতীয় দলের জন্য খেলা আমার জীবনের ভালোবাসা।’ তার যাত্রার কথা স্মরণ করে, তিনি উল্লেখ করেন, ‘যে কোনো খেলা বিশেষ, তবে একটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ অসাধারণ। এটি আমার প্রথম হোক বা শেষ গর্ব এবং আবেগ একই থাকে।’

সিআরসেভেন তার ক্লাব আল নাসরের হয়ে ট্রফি জয়ছাড়া একটি চ্যালেঞ্জিং মরসুম পার করা সত্ত্বেও, রোনালদো আল নাসরের জন্য ৩৫ গোল করে সৌদি প্রো লিগের রেকর্ড গড়েন। শীর্ষ শারীরিক এবং মানসিক অবস্থায় থাকার জন্য তার প্রতিশ্রুতি অটুট ছিল। ‘আমি সেরা উপায়ে প্রস্তুতি নিই, সবসময় ১০০% পেশাদার। আমি আমাদের দেশকে সাহায্য করার জন্য এবং কোচের সিদ্ধান্তকে সম্মান করার জন্য প্রস্তুত,’ তিনি নিশ্চিত করেন।

বর্তমানে কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগালকে ইউরো ২০২৪-এর জন্য শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্টিনেজ রোনালদোকে তার অসাধারণ অবদানের স্বীকৃতি দিয়ে "অদ্বিতীয়" হিসাবে প্রশংসা করেছিলেন।

সাধারণত ফরোয়ার্ডের অভিজ্ঞতা এবং নেতৃত্বকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে দেখা হয়, বিশেষ করে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের হতাশাজনক প্রস্থানের কথা মাথায় রেখে, যেখানে রোনালদোকে বিতর্কিতভাবে বেঞ্চ করা হয়েছিল।

ইউরো ২০২৪-এর দিকে তাকিয়ে, রোনালদো দলীয়কর্ম এবং উৎসর্গের গুরুত্বের উপর জোর দেন। "আমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং এটি ধাপে ধাপে নিতে হবে। এই প্রজন্মের বিপুল প্রতিভা রয়েছে, কিন্তু প্রতিভাই যথেষ্ট নয়- কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ," তিনি বলেন। পর্তুগালের ইউরো অভিযান শুরু হবে ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে, তারপরে তুরস্ক এবং নবাগত জর্জিয়ার বিরুদ্ধে ম্যাচ।

রোনালদো তার বয়স হলেও খেলার জন্য এবং তার জাতীয় দলের জন্য তার আবেগ আগের মতোই প্রাণবন্ত থাকে। আরও একটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয় তার উজ্জ্বল ক্যারিয়ারের জন্য একটি উপযুক্ত সমাপ্তি হবে, যা খেলার এবং তার দেশের জন্য একটি অম্লান ভালোবাসার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে বহিষ্কার

হিন্দু যুবককে পিটিয়ে মারলেও সরকারের অবস্থান দেখা যায়নি : ইসলামী গণতান্ত্রিক পার্টি

সৌদিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর

আহমদ ছফার নামে সড়কের নামকরণ

সীমান্তে সাড়ে ২১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সড়কের এক কিমি যেন মরণফাঁদ, ছয় মাসে প্রাণহানি ১১

‘কোটি মানুষের বুক ভেদ করে তারেক রহমানের ক্ষতি করার শক্তি কারও নেই’

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

এক রাতে দুই পরিবারের ১০ গরু চুরি

শরিফ ওসমান হাদির কবরের পাশে চরমোনাই পীর

১০

স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন / কেবল ডিগ্রি নয়, সক্ষমতা ও শৃঙ্খলাও জরুরি : আসিফ নজরুল

১১

হিন্দুদের পাশে থাকবে বিএনপি : প্রিন্স

১২

পাঁচ মাসে রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

১৩

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

১৪

কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন জাপার সাবেক এমপি

১৫

দিনাজপুরে হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত

১৬

গণঅধিকার পরিষদকে যে ২ আসনে আশ্বাস দিল বিএনপি

১৭

স্বর্ণের দামে নতুন ইতিহাস

১৮

জরুরি সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

১৯

১৯ দিন পর দেশে আসা প্রবাসীর লাশ রেখে পালালেন বাবা-মা-ভাই

২০
X