স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

ইউরোতে অস্ট্রিয়া ও ইউক্রেনের গুরুত্বপূর্ণ জয়

ইউক্রেন-অস্ট্রিয়া দু’দলই শেষে যেয়ে ম্যাচ জিতেছে। ছবি : সংগৃহীত
ইউক্রেন-অস্ট্রিয়া দু’দলই শেষে যেয়ে ম্যাচ জিতেছে। ছবি : সংগৃহীত

জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে ইউরোপের দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২৪ দলের এই আসরে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে অস্ট্রিয়া ও ইউক্রেন।

ক্রিস্টোফ বাউমগার্টনার এবং মার্কো আরনাটোভিচের শেষ সময়ে করা গোলে পোল্যান্ডের বিপক্ষে অস্ট্রিয়াকে একটি কঠিন জয় এনে দিয়েছে। এই জয় তাদের ইউরো ২০২৪-এর শেষ ১৬-তে পৌঁছানোর আশা বাড়িয়ে দিয়েছে। গ্রুপ ডি-তে উভয় দলই তাদের প্রথম ম্যাচে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের কাছে পরাজিত হওয়ায়, বার্লিনে অনুষ্ঠিত এই ম্যাচটি তাদের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

গ্রুপ পর্বের খেলা হলেও খেলাটি একটি নকআউট ম্যাচের অনুভূতি এনে দিচ্ছিল এবং অলিম্পিয়াস্টেডিয়ামে উপস্থিত ভক্তদের উন্মত্ত উৎসাহ ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। অস্ট্রিয়া প্রথমে আঘাত হানে যখন গেরনোট ট্রাউনারের হেডারে ফিলিপ মওয়েনের ক্রসটি জালে পৌঁছায়।

প্রথমে সংগ্রামরত পোল্যান্ড অবশ্য দ্রুত ম্যাচে ফিরে আসে এবং ৩০ মিনিট পর ক্রিজটোফ পিয়াতেকের গোলে সমতায় ফেরে। জন বেডনারেকের শট ব্লক হওয়ার পর পিয়াতেক রিবাউন্ড থেকে বল জালে পাঠান।

ম্যাচটি ড্রয়ের দিকে এগোতে থাকলেও শেষ মুহূর্তে আরনাটোভিচের ডামি বাউমগার্টনারকে গোল করার সুযোগ করে দেয়। কিছুক্ষণ পর, অস্ট্রিয়ার অধিনায়ক মার্শেল সাবিৎজারকে শেজনিজ ফাউল করলে পেনাল্টি থেকে আরনাটোভিচ অস্ট্রিয়ার জয় নিশ্চিত করে। এই জয়টি অস্ট্রিয়ার অভিযানকে নতুন করে জাগিয়ে তুলেছে, যারা শেষ ম্যাচ ডর্টমুন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে।

অন্যদিকে, পোল্যান্ডের সম্ভাবনা খুবই মলিন। ফ্রান্স এবং নেদারল্যান্ডসের ম্যাচ ড্র হলে পোল্যান্ড ইউরো ২০২৪ থেকে প্রথম বিদায় নেওয়া দল হতে পারে। এমনকি সেই পরিস্থিতি এড়ানো গেলেও, পোল্যান্ডকে তাদের শেষ ম্যাচে ফ্রান্সকে হারাতে হবে, যা লেওয়ানডোভস্কি পুরোপুরি ফিট থাকলেও একটি চ্যালেঞ্জিং কাজ।

দিনের অন্য আরেকটি রোমাঞ্চকর ম্যাচে, রোমান ইয়ারেমচুক ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ গোল করে স্লোভাকিয়াকে পরাজিত করে তাদের ইউরো ২০২৪ আশা জীবিত রাখেন।

স্লোভাকিয়া ১৭ মিনিটে ইভান শ্রাঞ্জের মাধ্যমে এগিয়ে যায়, কিন্তু ইউক্রেন ৫৪ মিনিটে মাইকোলা শাপারেঙ্কোর গোলে সমতা ফেরায়, যা ওলেক্সান্দ্র জিনচেঙ্কোর ক্রস থেকে আসে।

শাপারেঙ্কোর সমতার গোলের দশ মিনিট পরে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামা ইয়ারেমচুক স্মার্ট ফিনিশ করে ইউক্রেনের জয় নিশ্চিত করেন। এটি ইউরোর ইতিহাসে ২০১২ সালের পর ইউক্রেনের প্রথমে গোল খেয়েও বিজয়। প্রথমার্ধে কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও, দ্বিতীয়ার্ধে ইউক্রেনের লড়াকু মনোভাব তাদের জয়ের পথে নিয়ে যায়, যেখানে গোলরক্ষক আনাতোলি ট্রুবিনের গুরুত্বপূর্ণ সেভগুলো সাহায্য করে।

এই জয় ইউক্রেনকে স্লোভাকিয়া এবং রোমানিয়ার সাথে সমান পয়েন্টে নিয়ে এসেছে, যারা পরবর্তী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে। ইয়ারেমচুকের আবেগপ্রবণ উদযাপন ইউক্রেনের জয়ের গুরুত্বকে ফুটিয়ে তোলে, যারা এখন টুর্নামেন্টে অগ্রসর হওয়ার নতুন আশা নিয়ে মাঠে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

শেষ হলো জলবায়ু সম্মেলন, ফলাফল কী?

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

সাত পদের ৫টিতে বিএনপির জয়

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে কালবেলা

রূপলাল হত্যার আসামি গ্রেপ্তার

আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা 

বিপিএলে বাড়তে পারে আরও এক দল, আলোচনায় নতুন নাম

১০

‘১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে’

১১

নিজের চেহারা নিয়ে যা বললেন ধানুশ

১২

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুকে গাভি উপহার

১৩

এক পদের বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ

১৪

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

১৫

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

১৬

আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি : ট্রাম্প

১৭

বরিশালের এক নেত্রীকে সুসংবাদ দিল বিএনপি

১৮

ডাকাতি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে নিহত ১

১৯

প্রসূতির মৃত্যু, পালিয়ে গেলেন চিকিৎসক-নার্স

২০
X