উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত ১৭তম এশিয়ান স্কুল দাবায় এ স্ট্যান্ডার্ড ইভেন্টে স্বর্ণ পদকজয়ী উইমেন কেন্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবুকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য মিসেস মনিমুন নাহার, ইঞ্জিনিয়ার এম এ রশিদ ফাউন্ডেশনের অন্যতম সদস্য এনামুন নাহার ঈশিতা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম পিএসসি (অব.), শ্যামপুর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আফজাল হোসেন পিএসসি (অব.), উপাধ্যক্ষ জেরিনা ফেরদৌস, উপাধ্যক্ষ শাহনাজ বেগম, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান অর্থ কর্মকর্তা মো. সাখাওয়াত উল্লাহ ও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্কুলের গ্রেড সিক্সের ছাত্রী ওয়ার্শিয়া খুশবু ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তাজাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে।
১৪ জুলাই র্যাপিড দাবাতেও রৌপ্যপদক অর্জন করে সাউথ পয়েন্টের এই ছাত্রী। ২১ জুলাই দেশে ফিরলে ওয়ার্শিয়া খুশবুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের স্পোর্টস কো-অর্ডিনেটর শওকত সিদ্দিকী।
মন্তব্য করুন