এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে র্যাপিড দাবায় বালিকা অনুর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু রৌপ্য পদক লাভ করেছেন।
উজবেকস্তানের তাসখন্দে গত শুক্রবার র্যাপিড দাবা খেলা অনুষ্ঠিত হয়। সাউথ পয়েন্ট স্কুল এর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশব ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন ওঠেন ফাইনালে। স্বর্ণ পদকের লড়াইয়ে মঙ্গোলিয়ার আমিন-এরদেনে সেনগেলের সাথে টাইব্রেকিং পদ্ধতিতে দ্বিতীয় হন খুশবু।
এই টুর্নামেন্টে এশিয়ার ১৭ টি দেশের দাবা খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭ ওপেন ও বালিকা) অংশগ্রহণ করছে।
ইতোপুর্বে খুশবু উজবেকিস্তান থেকে দুটি আন্তর্জাতিক দাবায় ৩টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক অর্জন করেন, ২০১৮ ও ২০১৯ সালে।
মন্তব্য করুন