কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ছয় নারী ফুটবলারকে জমকালো সংবর্ধনা 

ময়মনসিংহে ছয় নারী ফুটবলারকে জমকালো সংবর্ধনা 

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের ছয় নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবিশাল খেলার মাঠে ‘কলসিন্দুরের কীর্তিমান কিশোরী সংবর্ধনা আয়োজক কমিটি’ গঠন করে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

ধোবাউড়া ও হালুয়াঘাটের রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে এই সংবর্ধনা কমিটি গঠন করা হয়।

‘A celebration of Champions’ শিরোনামে সংবর্ধনায় ঢাকা থেকে আগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ‘Concert for Kalsindur’ অনুষ্ঠিত হয়। এর সঙ্গে চলে রং-বেরঙের আলোর খেলা। হাজার হাজার দর্শক-শ্রোতাও নেচে-গেয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন। যাদের জন্য এতসব আয়োজন সেই মারিয়া মান্দা, সানজিদা আকতার, তহুরা খাতুন, সামসুননাহার সিনিয়র, সামসুননাহার জুনিয়র, শিউলি আজিমও নেচেছেন, গেয়েছেন, আনন্দে মেতেছেন।

কনসার্টের পূর্বে ছিমছাম মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় কলসিন্দুরের কীর্তিমান কিশোরীদের।

আয়োজক কমিটির কর্ণধার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অধ্যাপক আশোক সরকার অপু, আদিবাসী নেত্রী অ্যাড. শুভ্রা, কবি-সাংবাদিক শামসুল হক মৃধা, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসিম, ফ্রেন্ডস ইলেভেন, ধোবাউড়ার উপদেষ্টা নয়ন মণ্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত তুষার, গণঅধিকার পরিষদের ধোবাউড়া উপজেলা আহ্বায়ক আজিজ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিক।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কৃতী কিশোরী ফুটবলারদের ফুল, ক্রেস্ট, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী উপহার দেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তাদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের মতো বিএনপি জাতির অর্জনগুলো দলীয়করণ করতে চায় না। সেজন্যই সাফ নারী ফুটবলে বাংলাদেশ দলের শিরোপা অর্জনকে বিএনপি দলীয়করণ না করে দল-মত নির্বিশেষে সবাই একসঙ্গে সংবর্ধনা দিচ্ছে। এটাই বিএনপি ও তারেক রহমানের সিদ্ধান্ত।

তিনি কলসিন্দুরের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি কলসিন্দুর তথা ধোবাউড়াকেও সম্মানিত করেছে, বিশ্বের বুকে পরিচিত করেছে। তাদের এই অবদান ধোবাউড়াবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

প্রিন্স বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে কলসিন্দুরে ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কলসিন্দুরে নারী ফুটবলারদের প্রশিক্ষণ, ভাতা, খাদ্যসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

তিনি অর্থাভাবে কলসিন্দুরের নারী ফুটবলার সাবিনার মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, তারা অর্থাভাবে নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করে। কোনো সময় অর্ধাহারে, অনাহারে থেকে প্র্যাকটিস করে অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখার কেউ নেই। তিনি এ বিষয়ে বাফুফের দৃষ্টি আকর্ষণ করেন।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, নারী ফুটবলারদের জন্য আরও প্রশিক্ষণ ও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হবে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বক্তব্যে কলসিন্দুরের নারী খেলোয়াড়দের কল্যাণে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / কেন পাকিস্তান-তালেবানদের মধ্যে সমঝোতা সহজ নয়

রাকসুতে ১১ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

শিগগির উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

রাকসু নির্বাচন / নবাব আব্দুল লতিফ হলের ফল ঘোষণা

রাকসুতে ৮ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / শের-ই বাংলা হলের ফল ঘোষণা

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

১০

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

১১

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

১২

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

১৩

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

১৪

সেমিফাইনালে থামলেন জারিফ

১৫

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

১৬

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

১৭

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১৮

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১৯

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

২০
X