বিশ্বের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার জয়ের হ্যাটট্রিক করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। অ্যাথলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ১০ সেকেন্ডের এই প্রতিযোগিতাটি। জ্যামাইকার উসাইন বোল্ট, আসাফা পাওয়েলদের পাশে তালিকায় যুক্ত হয়েছে মার্কিন এ স্প্রিন্টারের নাম।
হাঙ্গেরীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বোল্টের পর প্রথম স্প্রিন্টার হিসেবে এই প্রতিযোগিতায় ২০০ মিটার জয়ের হ্যাটট্রিক করতে চেয়েছিলেন নোয়াহ লাইলস। তবে ১০০ মিটার স্প্রিন্টে হ্যাটট্রিক করে ফেললেন মার্কিন দৌড়বিদ। মাত্র ৯ দশমিক ৮৩ সেকেন্ড নিয়ে এই ইভেন্টে বিশ্বের দ্রুততম মানবে পরিণত হলেন লাইলস।
লাইলসের সামনে এখনো বোল্টের মোট দুই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে। ২০০ মিটার জিতলেই জ্যামাইকান দৌড়বিদ বোল্টের পর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ‘ডাবল’ অর্জন করতে পারবেন মার্কিন এই দ্রুততম মানব। এ ছাড়াও ২০০ মিটার জিতলে হ্যাটট্রিকও পূরণ করতে পারবেন লাইলস।
বুদাপেস্টে চলমান এ প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট জয়ের ক্ষেত্রে ফেভারিট ছিলেন মার্চেল ইয়াকবস ও ফ্রেড কার্লি। এর মধ্যে মার্চেল ইয়াকবস অলিম্পিকের দ্রুততম মানব এবং ২০২২ সালে ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানব ফ্রেড কার্লি। কিন্তু বুদাপেস্টেস সবাইকে অবাক করে দিয়ে ঘটল উল্টোটা। ৯.৮৩ সেকেন্ড নিয়ে কার্লি কিংবা ইয়াকবসকে পেছনে ফেলে স্বর্ণপদক জয় করেন যুক্তরাষ্ট্রের লাইলস।
বুদাপেস্টের জাতীয় অ্যাথলেটিক্স সেন্টারের ৬ নাম্বার লেনে দৌড় শুরু করেন লাইলস। তবে ১০ সেকেন্ডের সংক্ষিপ দৌড়ের পর পৃথিবী খুঁজে পেল নতুন দ্রুততম মানবকে। পরো রেসে পিছিয়ে থাকা মার্কিন এই স্প্রিন্টার স্বদেশি কোলম্যানের চেয়ে পিছিয়ে ছিলেন। কিন্তু শেষ ৩০ মিটারে সবাইকে অবাক করে দিয়ে প্রথম স্থানে থেকে ফিনিশিং লাইনে পৌঁছান নোয়াহ লাইলস।
৯.৮৩ সেকেন্ড নিয়ে স্বর্ণপদক জিতেছেন লাইলস। ৯.৮৮ সেকেন্ড নিয়ে রৌপ্যপদক জিতেছেন বতসোয়ানার স্প্রিন্টার লেৎসিলে তেবোগো। আর ৯.৮৮ সেকেন্ড নিয়ে রোঞ্জপদক নিশ্চিত করেছেন গ্রেট ব্রিটেনের ঝারনেল হিউজ।
মন্তব্য করুন