চীনের হাংজুতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমসের আসর। এবারের প্রতিযোগিতায় ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার ১০০ মিটারের ফাইনালে ওঠার হাতছানি ছিল এই অ্যাথলেটের। তবে কাঙ্ক্ষিত সেই ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশি এ অ্যাথলেট।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এশিয়াডের ১০০ মিটার ইভেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম হিটে আটজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন ইমরানুর। আজ ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে স্প্রিন্ট শেষ করেছেন বাংলাদেশি এ অ্যাথলেট।
এশিয়ান গেমসের ১০০ মিটারের ফাইনাল খেলার লক্ষে মোট ২৪ জন স্প্রিন্টার তিনটি হিটে অংশ নেন। প্রতি হিট থেকে প্রথম দুজন অ্যাথলেট ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে। এ ছাড়া বাকি প্রতিযোগীদের মধ্যে সেরা দুজন টাইমিংধারী ফাইনালের টিকিট পেয়েছেন। নিজের হিটে আটজনের মধ্যে ষষ্ঠ হয়ে দৌড় শেষ করায় ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ইমরানুরের।
গতকাল ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডের হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নেন ইমরানুর। আজ সেমিফাইনালে আরও ০.০২ সেকেন্ড কমে ১০.৪২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। যা ফাইনালে খেলার জন্য যথার্থ ছিল না। যদি নিজের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডেও দৌড় শেষ করতে পারতেন। তাহলেও ফাইনালে উঠে পদকের জয়ের লড়াইয়ে নামতে পারতেন ইমরানুর।
মন্তব্য করুন