

বিপিএলের ফাইনাল আজ। অথচ নেই উত্তাপ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটপাড়ার সবার নজর ছিল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে। পুরো টুর্নামেন্ট শেষ হওয়ার পথে থাকলেও হয়নি ট্রফি উন্মোচন। একেবারে শেষ মুহূর্তে এসে ফাইনাল শুরুর আগে সেই ট্রফি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ট্রফিসহ দুই দলের অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন পর্যন্ত হয়নি এবারের বিপিএলে।
ভিন্ন ভিন্ন নামে একাধিকবার বিপিএলের ফাইনালে খেলার সুযোগ পেয়েছে চট্টগ্রাম। তবে এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি দলটি। এবার চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে আরও একটি ফাইনাল খেলতে যাচ্ছে তারা। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আজ (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শিরোপার জন্য লড়বেন শেখ মাহেদী-হাসানরা।
বিপিএলে শিরোপা জেতার রেকর্ড আছে রাজশাহীর। তবে সেটা ছিল অন্য নামের ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন ফ্র্যাঞ্চাইজির সামনে রাজশাহীর সমর্থকদের দ্বিতীয় শিরোপা উপহার দেওয়ার সুযোগ তো থাকছেই। দলটির বড় তারকা নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। প্রথমবার বিপিএলে খেলতে এসেই দারুণ এক ইনিংসে দলকে ফাইনালে তোলেন তিনি। এবার শিরোপাও জেতার ইচ্ছা তার। ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অর্জন এখন কাল (ফাইনালে) জেতা (হাসি)।’
শিরোপার স্বপ্ন কে না দেখবে! শেখ মাহেদীর স্বপ্নও তাই শিরোপা উঁচিয়ে ধরা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে তারা। টুর্নামেন্ট শুরুর আগেই দলটির দায়িত্ব ছেড়ে দেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। পরে বিসিবিকেই নিতে হয় দায়িত্ব। সেখান থেকে এতদূর আসা। মাহেদী বললেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? অবশ্যই দেখবে সবাই। যারা ভালো খেলবে, সব বিভাগে ভালো খেলবে, তারাই শিরোপা জিতবে। সবাই ক্ষুধার্ত, সবাই শিরোপা জিততে চায়। দেখা যাক কী হয়।’
সর্বশেষ তিন দেখার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল প্রথম কোয়ালিফায়ার। সেখানে দারুণভাবেই রাজশাহীকে হারায় চট্টগ্রাম। এবার শিরোপা জয়ের মঞ্চেও একই কিছু করতে চাইবেন মাহেদী। রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেনেরও ছেড়ে দেওয়ার কথা নয়!
মন্তব্য করুন