‘লিনিং শ্রীলংকা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ’-এ ছেলেদের দ্বৈত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এলোরা শাটলার একাডেমির নাজমুল ইসলাম-নিশান উদ্দিন জুটি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) স্বাগতিক শ্রীলংকার মধুকা দুলাঞ্জনা-লাহিরু ভিরাসিংহে জুটিকে হারিয়েছে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া নাজমুল-নিশান জুটি।
প্রথম গেম ২১-১৮ পয়েন্টে হারলেও টানা দুই জয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে এ জুটি। উত্তেজনাপূর্ণ পরের দুই গেমের স্কোর লাইন ছিল ২১-১৯ ও ২১-১৯। প্রি-কোয়ার্টার ফাইনালে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশি দুই শাটলারকে। ছেলেদের দ্বৈত ইভেন্টের শীর্ষ বাছাই থাইল্যান্ডের পংসাকর্ন থোংখাম-ওনসাথর্ন থোংখাম জুটির মোকাবিলা করবেন নাজমুল-নিশান জুটি।
প্রতিযোগিতায় নারী দ্বৈতের লড়াইয়ে একইদিন বাংলাদেশের উর্মি আক্তার-নাসিমা খাতুন জুটি স্বাগতিক শ্রীলংকার আইসিনি গালাগামাগে-গায়ানথি নাদিশা জুটির কাছে ২-১ ব্যবধানে হেরেছে। ২১-১৬ ব্যবধানে প্রথম গেম জেতার পর ১২-২১ ও ২২-২৪ ব্যবধানে পরের দুই গেম হেরেছে বাংলাদেশের প্রতিনিধিরা। তার আগে মিশ্র দ্বৈত ইভেন্টে বাংলাদেশের আল আমিন জুমার-উর্মি আক্তার জুটি ২-০ ব্যবধানে ভারতের ভিসা তেজ-ভিসাখা তোপ্পো জুটির কাছে হেরেছে। প্রথম গেম ১৮-২১, দ্বিতীয়টিতে হার ১০-২১ পয়েন্টে।
ছেলেদের দ্বৈত ইভেন্টের প্রি-কোয়ার্টারে শীর্ষ বাছাই থাই জুটির বিপক্ষে মাঠে নামার আগে সামর্থ্যর সেরাটা দেওয়ার ঘোষণা বাংলাদেশ কোচ মো. অহিদুজ্জামান রাজুর কণ্ঠে। শ্রীলংকা থেকে মোবাইল ফোনে এ কোচ কালবেলাকে বলেছেন, ‘শক্তি-সামর্থ্যের দিক থেকে থাইল্যান্ড পরিষ্কার ফেভারিট। আন্ডারডগ হিসেবে আমরা নিজেদের উজাড় করে দিয়ে খেলব। এ লড়াইয়ে আমাদের হারানোর কিছু নেই। নিজেদের সেরাটা দিতে দৃঢ়প্রতিজ্ঞ আমাদের শাটলাররা।’
মন্তব্য করুন