স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের মুখের গ্রাস কেড়ে নিল ব্রাজিল (ভিডিও)

ম্যাচের একটি মুহূর্ত।
ছবি : সংগৃহীত

ফুটবলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিচ ফুটবলেরও সফলতম দল সেলেসাওরা। এর আগের ছয়বার ফাইনাল খেলা ব্রাজিল আরো একবার শিরোপার মঞ্চে। বিচ ফুটবলের সেমিফাইনালে অবিশ্বাস্য ভাবে তারা ইরানের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। সেমিফাইনালে ২-০ গোলে পিছিয়ে পড়েও এশিয়ান পরাশক্তিদের বিপক্ষে ব্রাজিল জয় পেয়েছে ৩-২ গোলে।

এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসেছে ফিফা বিচ বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে এশিয়ার পরাশক্তি ইরান জায়গা করে নেয় শেষ চারে। সেমিফাইনালেও ফেবারিট ব্রাজিলের বিপক্ষেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। ইরানের সামনে অঘটনের শঙ্কায় ছিল ব্রাজিল।

তবে ইরানের হাতের হাতের মুঠো থাকা ফাইনালটি বলতে গেলে অনেকটা ছিনিয়েই নিয়েছে সেলেসাওরা। দুই গোলে পিছিয়ে পড়ার পরেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ে ফাইনালে উঠেছে বিচ ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করে সেলেসাওদের জয়ের নায়ক অ্যালিসন।

ম্যাচের ১৩ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় ইরান। দুরপাল্পার দারুণ এক শটে এশিয়ার দেশটিকে এগিয়ে দেন মিরসেকারি। গোল পরিশোধের সুযোগ পায় ব্রাজিল। নিজেদের অর্ধে ব্রাজিলের এক ফুটবলারকে ফাউল করলে ফ্রি-কিক দেন রেফারি। কিন্তু ব্রাজিলের নেওয়া দারুণ ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় রুখে দেন ইরানের গোলকিপার।

এরপর গোল ব্যবধান দ্বিগুন করে ইরান। দারুণ এক গোল করেন মাসৌমি। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালের স্বপ্নে বিভোর ইরান। গোল ব্যবধান কামানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিলের ফুটবলাররা।

অবশেষে ত্রাতা হয়ে আসেন অ্যালিসন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান তিনি। একটু পরেই ব্রাজিলের ফুটবলারের নেওয়া শট, ফিরে আসে পোস্টে লেগে। ফলে হতাশ হতে হয় সেলেসাওদের।

২৭ মিনিটে আবারও অ্যালিসন ঝলক। দারুণ বাইসাইকেল কিকে ব্রাজিলকে ২-২ গোলে সমতায় ফেরান তিনি। ইরানের স্বপ্নভঙ্গ হয় ম্যাচ শেষ হওয়ার ৪২ সেকেন্ড আগে। ব্রেন্ডো গোলে করে সপ্তমবারের মতো ফাইনালের টিকিট পায় ব্রাজিল।

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি। দিনের আরেক সেমিফাইনালে বেলারুশের বিপক্ষে টাইব্রেকে ৫-৪ গোলের জয় পায় আজ্জুরিরা। ম্যাচের নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় থাকে দুদল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত হয় ইতালি।

রোববার ২৫ ফেব্রুয়ারি হেক্সা মিশনের ফাইনালে ইতালির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে দুবার ফাইনাল খেলেও শিরোপাহীন থাকতে হয় ইতালিকে। এর মধ্যে ২০০৮ সালের ফাইনালে ব্রাজিলের কাছে হারে ইতালি। ফলে আজ্জুরিদের জন্য প্রতিশোধের মিশন আজকের ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

১০

বাবার ঋণের দায়ে ছেলেকে অপহরণ, স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীর

১১

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরে জামায়াতের বৈঠক

১২

ফাইনালে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

১৩

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

১৫

ভারত / মাতৃদুগ্ধে মিলেছে ইউরেনিয়াম, দাবি গবেষকদের

১৬

ভারত থেকে ‘পুশ ইন’ / সেই সখিনা বেগমের জামিন

১৭

চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই : ড. রেদোয়ান

১৮

৪৭তম বিসিএস পেছানোর দাবিতে আবারো রেল অবরোধ রাবি শিক্ষার্থীদের

১৯

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

২০
X