কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগেই শুরু হতো যে মমির প্রক্রিয়া

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

মমি শব্দটা শুনলেই প্রথমে যেটা চোখের সামনে ভাসে তা হলো বিশাল পিরামিড আর কারুকার্যময় কফিনে শায়িত কাপড়ে পেঁচানো মৃতদেহ। মমি মূলত মিসরীয় সভ্যতার কথাই মনে করিয়ে দেয় আমাদের। তবে এই মমিকরণ প্রক্রিয়ার প্রচলন যে তাদের আগে কেউ শুরু করেছিল এটা হয়তো অনেকেই জানেনা।

ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশেই। ফিলিপাইনে এই আগুন মমির প্রচলন ছিল।

সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে কোনো বিতর্ক নেই। বিজ্ঞানীরা মনে করেন এ পদ্ধতির সূচনা হয়েছিল ১২০০ খ্রিস্টাব্দে। তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল ১২০০ খ্রিস্টাব্দেরও অন্তত হাজার বছর আগে।

১৫০০ শতকে ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন স্প্যানিশ অভিযাত্রী ফার্দিন্যান্দ ম্যাজেলান। খ্রিষ্টধর্মের প্রসারের সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি। এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই মমিকরণ প্রক্রিয়া।

উত্তর ফিলিপাইনের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইয়ান । এখানে বাস করে ইবালোই উপজাতি। টিম্বাক পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তারা। এই পাহাড়ের গুহায় দেখতে পাওয়া যায় আগুন মমির দেখা।

ইবালোইদের পূর্বপুরুষেরা মৃতদের মমি করে রেখে আসতেন টিম্বাক, বাঙ্গাও, টেনোগচোল, নাপাই, ওপডাস এরকম আরও নানা গুহায়। এজন্য এই মমি ইবালোই মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত।

ইবালোইরা ঠিক কীভাবে মমি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া না গেলেও প্রজন্মের পর প্রজন্ম চলে আসা গল্প থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু।

জানা যায়, মমিকরণের শুরুটা হতো ব্যক্তি জীবিত থাকাকালেই। মুমূর্ষুকে পান করতে দেওয়া হতো লবণাক্ত একরকম পানীয়। নোনা পানি শরীরকে পানিশূন্য করে দেয়, সেটা জানা ছিল স্থানীয়দের। তারা মনে করত মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে পানি বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তবে আধুনিক বিজ্ঞানের মতে, মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে।

মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর। সব মিলিয়ে সপ্তাহখানেক থেকে মাসও লাগতে পারত। প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়া হতো মৃতদেহ। এরপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের কম্বলে। মাথায় পরানো হতো সিনালিবুবো নামে একরকম স্কার্ফ। মৃতকে বসানো হতো মৃতদের চেয়ার/সাঙ্গাচিলে। কম্বল দিয়ে বাঁধা থাকত তার দেহ, আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকত মাথা।

পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এজন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। তাপে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেতো, সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনত ইবালোইরা।

এবার শেষ ধাপের কাজ হিসেবে কুঁচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে দুদুয়ান নামক অনুষ্ঠান পালন করত আত্মীয় ও সমাজের বয়োজ্যোষ্ঠরা। উদ্দেশ্য চামড়ার ওপরের অংশ ছাড়িয়ে নেয়া। স্থানীয় লতাপাতা আর শেকড়-বাকড় দিয়ে তৈরি বিশেষ ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। যাতে এই ধোঁয়া মৃতের নাকমুখ দিয়ে প্রবেশ করে এজন্য এমন ব্যবস্থা করা হতো। ইবালোইরা মনে করতো এর ফলে শরীরের ভেতর যদি আর কোনো পানি থেকেও থাকে সেটা শুকিয়ে যাবে। বলাই বাহুল্য, বিজ্ঞানীরা এই তত্ত্বও ভুল বলে জানিয়েছেন।

মমিকরণের প্রক্রিয়া শেষ! এবার মৃত ব্যক্তি প্রস্তুত শেষবিদায় নেবার জন্য। মমিকে কোলেবাও দিয়ে কয়েকস্তরে ঢেকে কাঠের কফিনে মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেভাবে রেখে দিত সমাজের লোকেরা। নানা আচার পালন করতে করতে বয়ে নিয়ে যেত পাহাড়ি গুহায়। সেখানে তাকে রেখে দিয়ে তবেই সমাপ্ত হতো শেষকৃত্য।

ইবালোইদের বিশ্বাস অনুযায়ী, যে গুহায় আগুন মমিকে রাখা হয়েছে সে গুহার ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় মমিকে নেয়া গেলেও গুহা থেকে কখনোই বের করা যাবে না। তাহলে কষ্ট পাবে তাদের আত্মা। তেমন হলে নেমে আসবে অভিশাপ, দেখা দেবে নানা দুর্যোগ।

ইবালোইদের বাস ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে। তাদের সমাধি গুহার অবস্থানও দুর্গম এলাকায়। সেখানে যেতে গাড়ি চালাতে হবে পাঁচ ঘণ্টা। এরপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আরও প্রায় পাঁচ ঘণ্টা পর দেখা পাওয়া যাবে এসব গুহার। নিরাপত্তার জন্য সরকার এগুলো বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। তবে এতকিছুর পরও ঠেকানো যায়নি চুরি।

চুরি হওয়া সবচেয়ে বিখ্যাত মমির ঘটনা সেই ১৯১৯ সালের। গবেষকরা তার নাম উদ্ধার করতে পেরেছিলেন, নাম ছিল আপো আন্নু। সারা গায়ে বাহারি ট্যাটু করা এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশ বছরেরও বেশি আগে। সম্ভবত ইবালোইদের সর্বশেষ মমিগুলোর একটি এই আপো আন্নু। তার সমাধি থেকে জানা গেছে, নেতাগোছের কেউ ছিলেন তিনি। ছিলেন শিকারি হিসেবেও নামকরা। ইবালোইদের কাছে তিনি আধা-দেবতা আধা-মানুষ। তাই তার মমি চুরির পর যত প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সবই তারা চাপিয়ে দেয় অভিশাপের ওপর।

বিখ্যাত এই মমি খুঁজে বের করতে হন্যে হয়ে মাঠে নেমেছিলেন আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ।

জানা যায়, ফিলিপিনো এক পাদ্রি সমাধি গুহা থেকে সরিয়ে নিয়ে যান আপো আন্নুকে। এরপর তার ঠাঁই হয় সার্কাসের প্রদর্শনিতে। বেশ কয়েক হাত ঘুরে এক সংগ্রাহক কিনে নেন এই মমি। ১৯৮৪ সালে সেটা পাঠিয়ে দেন ফিলিপাইনের জাতীয় জাদুঘরে। কর্তৃপক্ষ দ্রুত সরকারকে জানায়। তারা ইবালোই নেতাদের সঙ্গে যোগাযোগ করে আপো আন্নুর মমিকে পাঠিয়ে দেন তার লোকেদের কাছে। নানা রীতিনীতি পালন শেষে তাকে ফিরিয়ে দেওয়া হয় সমাধি গুহায়। সরকার এবার সেখানে লাগিয়ে দেয় লোহার গেট।

২০০০ সালের দিকে আবারও বেশ কয়েকটি আগুন মমি চুরি হয়ে যায়। পরে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে কিনে নেন এগুলো। ২০০৪ সালে আটটি মমি ফিরিয়ে দেওয়া হয়। তবে এখনো বেশ কয়েকটি আগুন মমি রয়ে গেছে সংগ্রাহকদের কাছে।

আগুন আর ধোঁয়া ব্যবহার করে মমি করার পদ্ধতি কিন্তু ইবালোইদের একার নয়। পাপুয়া নিউগিনির বেশ কিছু উপজাতির মধ্যেও এর প্রচলন ছিল। তবে ফিলিপাইনের আগুন মমিই বেশি পরিচিত। সব মিলিয়ে ৫০-৮০টি এমন মমি পাওয়া গেছে। তবে অনেকগুলোর অবস্থান গোপন করে রাখা হয়েছে চুরি ঠেকাতে।

ইবালোইরা আজও তাদের মমি করা পূর্বপুরুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের জন্য উৎসর্গ করে খাদ্য আর পানীয়। সমাধি গুহায় ঢুকে গবেষণা করতে হলে তাদের নেতাদের অনুমতি লাগে। কাজ করতে হয় গুহার ভেতরে এবং সেখানে স্থানীয় একজন লোক সবসময় উপস্থিত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

স্বপ্নে টাকা দেখা কীসের ইঙ্গিত

র‍্যাগিংয়ের দায়ে জবির ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

দুই সাংবাদিকসহ আলজাজিরার ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল

‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে মামলা, তিন শর্তে সমঝোতা

খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?

সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর

সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি সিইউজের

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

১০

১১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১১ আগস্ট : জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৩

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

১৪

তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে : আবদুস সালাম

১৫

‘দেখো, আরও পাঁচ লাখ নিতে পারো কি না’, এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল

১৬

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

১৭

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর হবে : প্রেস সচিব  

১৮

বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে ইডব্লিউইউর সেমিনার

১৯

‘শিক্ষার্থীরা এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন’

২০
X