আজকাল প্রায় প্রতিটি মানুষের হাতেই একটি না একটি স্মার্টফোন আছে। আমরা প্রতিদিন কল করতে, মেসেজ পাঠাতে, ভিডিও দেখতে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে বা অ্যাপের মাধ্যমে নানা কাজ সম্পন্ন করতে এটি ব্যবহার করি।
তবে ফোনের ছোট ছোট ডিজাইন বা বৈশিষ্ট্যের দিকে সাধারণত আমাদের নজর যায় না। এরকমই একটি অজানা বৈশিষ্ট্য হলো চার্জিং পোর্টের পাশে থাকা একটি ছোট্ট ছিদ্র। অনেকের ধারণা এটি হয়তো কোনো সাজসজ্জার অংশ বা অপ্রয়োজনীয় ফাঁক, কিন্তু আসলে এটি ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ছোট্ট ছিদ্রটি মূলত একটি মাইক্রোফোন। ফোনে কল করার সময়, ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করার সময় বা ভয়েস মেমো রেকর্ড করার সময় ফোন এই মাইক্রোফোনের ওপর নির্ভর করে। তবে অধিকাংশ স্মার্টফোনে কেবল একটি মাইক্রোফোন থাকে না। অনেক ফোনে এক বা দুইটি অতিরিক্ত মাইক্রোফোনও থাকে।
কেন একাধিক মাইক্রোফোন ব্যবহার করা হয়? স্মার্টফোনে একাধিক মাইক্রোফোন ব্যবহার করা হয় বিভিন্ন কারণে। এগুলো একসাথে বা আলাদাভাবে কাজ করে, যা নয়েজ ক্যানসেলিং প্রযুক্তি সক্রিয় রাখে। এর মাধ্যমে ফোনে কল করার সময় চারপাশের অপ্রয়োজনীয় শব্দ অন্যদিকে পৌঁছাতে বাধা দেয়। ফলে ব্যবহারকারীর কণ্ঠ আরও স্পষ্টভাবে শোনা যায়।
ভিডিও বা অডিও রেকর্ডের সময়ও একাধিক মাইক্রোফোন ব্যবহার করা হয়। এতে আশেপাশের শব্দগুলো সঠিকভাবে ধরা পড়ে। এছাড়া অতিরিক্ত মাইক্রোফোনগুলো ভয়েস অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথোপকথনকে আরও কার্যকর করে তোলে। ভিডিও কনফারেন্সিং বা অনলাইন মিটিং-এর সময়ও এটি সাউন্ডের মান উন্নত করে।
অতএব, আপনার ফোনের চার্জিং পোর্টের পাশে থাকা ছোট্ট ছিদ্রটি শুধু আভিজাত্যের জন্য নয়। এটি আপনার কণ্ঠ স্পষ্টভাবে ধরার, কথোপকথন কার্যকর রাখার এবং ফোনের ভয়েস ফিচারগুলোর কার্যকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র : জিও নিউজ উর্দু
মন্তব্য করুন