শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় কোনো শাস্তি দেওয়া হবে না : আইসিটি প্রতিমন্ত্রী

পুরোনো ছবি
পুরোনো ছবি

যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারি সংস্থা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (জন্ম ও মৃত্যুনিবন্ধন) ওয়েবসাইট থেকে কী পরিমাণ ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল, তা জানা যায়নি। তথ্য ফাঁসের ঘটনার তদন্তেও তা আসেনি। এ ছাড়া এ ঘটনায় কোনো শাস্তির ব্যবস্থাও নেওয়া হবে না।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সংশ্লিষ্টদের সঙ্গে এই সভা করে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। সভা শেষে আইসিটি প্রতিমন্ত্রী তদন্ত প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের এসব কথা জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। টেকক্রাঞ্চ প্রতিবেদনটি করেছিল দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপোলোসের বরাত দিয়ে। সেই প্রতিবেদনে ৫০ লাখ মানুষের তথ্য ফাঁস ছিল বলে উল্লেখ করা হয়েছিল।

কত মানুষের তথ্য ফাঁস হয়েছে, এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কত মানুষের তথ্য ফাঁস হয়েছে, তা জানা যায়নি। আর্কিটেকচারের দুর্বলতা ছিল। লগবুক ছিল না।

তিনি আরও বলেন, ৫০ লাখ মানুষের তথ্য যে উন্মুক্ত ছিল, তা গ্রহণযোগ্য নয়। তবে ৫০ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে কি না, সেটা অসত্য বলেও ধরা যাচ্ছে না, আবার মিথ্যাও বলা যাচ্ছে না।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, এই তথ্যগুলো ডার্ক ওয়েবে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তথ্য কেউ হ্যাক করে নিয়ে গেছে, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে শাস্তি দেওয়ার কোনো সুপারিশ করা হয়নি। এতে দায়মুক্তির সংস্কৃতি তৈরি করবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, তা করবে না। নিজেদের দায়িত্বটা যেন নিজেরা পালন করে, এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীকে এই প্রতিবেদন পাঠানো হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীকে এই সুপারিশ পাঠানো হবে।

পুলিশি মামলা বা তদন্ত হবে কিনা, জানতে চাইলে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগ সেদিকে যাবে না। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান অথবা পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। সুপারিশেও মামলার বিষয় নেই।

জুনাইদ আহমেদ বলেন, যাদের প্রতিষ্ঠানে তথ্য উন্মুক্ত ছিল, তাদের দোষী করতে চাননি। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। এবার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ভবিষ্যতে যে এ ধরনের ঘটনা আবার ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১০

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১১

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১২

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৩

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৪

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৫

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৬

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৭

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৮

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৯

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

২০
X