২৪ ঘণ্টা ওষুধ ডেলিভারি সেবা নিয়ে চালু হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ‘মেডিসিন ডিপো’। এই প্ল্যাটফর্মে ঘরে থেকেই অনলাইনে প্রয়োজনীয় ওষুধ অর্ডার করে দ্রুততম সময়ে ডেলিভারি পাওয়া যাবে। ওষুধের পাশাপাশি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য যেমন প্রেসার মাপার মেশিন, থার্মোমিটারসহ নানা জিনিসও পাওয়া যাবে মেডিসিনডিপোতে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানিকভাবে মেডিসিন ডিপো আত্মপ্রকাশ করে।
প্রতিষ্ঠানটি সম্পর্কে মেডিসিনডিপোর ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল করিম টিপু বলেন, আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে চাই। অনলাইনে মানুষ যাতে খুব সহজেই এবং স্বল্পমূল্যে ওষুধ কিনতে পারে, তা নিশ্চিত করতে চাই। আশা করি, সেবার মাধ্যমে আমরা সবার মন জয় করতে পারব। ওষুধের কাঁচামাল নিয়ে ব্যবসা করার প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে আমাদের। দেশ ও বিদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে। ফলে আমরা শতভাগ নির্ভেজাল ওষুধের নিশ্চয়তা দিতে পারি।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে রাজধানীতে এবং পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও কার্যক্রম বিস্তৃত করবে মেডিসিন ডিপো। আগামী ১ বছর রাজধানীতে ওষুধ সরবরাহে কোনো ডেলিভারি চার্জ রাখা হবে না। পাশাপাশি ওষুধভেদে দেওয়া হবে মূল্যছাড়।
মন্তব্য করুন