এ্যাপল ডিভাইসে জেরুজালেম লিখলে সামনে আসছে ফিলিস্তিনের পতাকা। এতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন কিছু লোক। তবে এ্যাপল দাবি করেছে, জেরুজালেম লিখলে ফিলিস্তিনের পতাকা দেখানোর বিষয়টি ইচ্ছাকৃত নয় বরং কীবোর্ড বাগের কারণে এমনটি ঘটেছে।
এক বিবৃতিতে এ্যাপল জানিয়েছে, সাধারণত, আইফোন ব্যবহারকারীরা যখন কি-বোর্ডে একটি দেশের নাম লেখেন, তখন এটি সেই জাতির প্রতিনিধিত্বকারী একটি ইমোজি পতাকার প্রদর্শন করে। তবে শহরের নামের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি প্রযোজ্য নয়।
জেরুজালেম লিখলে ফিলিস্তিনের পতাকা সামনে আসায় সামাজিক মাধ্যমে ক্ষোভের প্রেক্ষিতে এ্যাপল বলছে, তারা অপারেটিং সিস্টেম আপডেট করে এটি সংশোধন করবেন।
ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পূর্বাঞ্চলীয় সেক্টরসহ পুরো জেরুজালেম শহরটিকে তার রাজধানী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা দখলকৃত পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখেন।
ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক র্যাচেল রিলি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ইসরায়েলের প্রতি দ্বৈত মান প্রদর্শন করা একধরনের ইহুদি-বিরোধিতা। এটি ইহুদি জনগণের বিরুদ্ধে বর্ণবাদের একটি রূপ। এ্যাপল এটি ইচ্ছে করে করেছে কিনা তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি যোগ করেন, আমার মতে অ্যাপলের মতো একটি বহুজাতিক কোম্পানি প্রকাশ্যে স্বীকার করতে চাইবে না যে এটি একজন কর্মচারী ইচ্ছাকৃতভাবে করেছে। আমি আশা করি, এটি যারা করেছে তাদের চাকরি থেকে সরিয়ে দেবে এ্যাপল।
মন্তব্য করুন