কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম স্মারক উপহার পেলেন ১০ গণমাধ্যমকর্মী

বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরামের আলোচনা অনুষ্ঠান। ছবি : কালবেলা
বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরামের আলোচনা অনুষ্ঠান। ছবি : কালবেলা

জাতীয় ও আন্তর্জাতিক ৪৭টি সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরাম ১ জুলাই-৩০ নভেম্বর মোট ১৫০ দিনের কর্মসূচি পালনের শেষ পর্যায়ে কর্মসূচির মূল্যায়ন ও সুপারিশমালার ওপর একটি আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম স্মারক উপহার পেলেন ১০ গণমাধ্যমকর্মী। শুক্রবার ( ২৯ নভেম্বর ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ উপহার দেওয়া হয়। এ সময় ৫ নিহত সহযোদ্ধার স্মৃতিচারণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার স্ক্রিনিং চলছে অসংগঠিত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। তাই স্বাস্থ্য সংস্কারের সঙ্গে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ সেবা দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দেওয়ার বিধান কার্যকর করার আহ্বান জানান তিনি ।

তিনি আরও বলেন, ৫৩ বছরেও একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র, কর্ম-পরিকল্পনা ও কর্মসূচি কার্যকর নেই। সরকার, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় নেই। ক্যান্সার সচেতনতা ফোরামের অলাভজনক উদ্যোগে ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে তিনি ধনাঢ্য ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে এ বিষয়ে লিখিত প্রস্তাবনা তুলে ধরার আহ্বান জানান। তিনি ক্যান্সার রোগীদের জন্য স্বাস্থ্য বিমা চালু করার ওপর গুরুত্ব দেন। স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের কার্যক্রমের প্রশংসা করে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান। নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার বলেন, ক্যান্সার থেকে সুরক্ষা পাওয়া নারীর অধিকার। এজন্য নারী অধিকার ও স্বাস্থ্য সংস্কার কমিশনকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আলোচনায় অংশ নেন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, স্কয়ার অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, সাবেক সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, বর্ষীয়ান রোটারিয়ান রওশন আরা আখতার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

‎প্রেম করে বিয়ে, বউকে ঘরে তোলা হলো না খালেকের

১০

অর্থহীনের নতুন গান ‘উন্মাদ’

১১

মিউনিখ বিমানবন্দরে রহস্যজনক ড্রোন, আতঙ্কে ফ্লাইট বাতিল

১২

গর্ভাবস্থায় কী খাবেন, কী খাবেন না? যা বলছেন পুষ্টিবিদ

১৩

শাপলা প্রতীক বরাদ্দ প্রশ্নে এনসিপির ব্যাখ্যা

১৪

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

১৫

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের বিস্ফোরক পোস্ট 

১৬

গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক, জমিয়তের তীব্র নিন্দা

১৭

রাজধানীতে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের বিক্ষোভ

১৮

গহিন পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

১৯

ভূমিকম্পে কাঁপল ইরানের পারমাণবিক শহর

২০
X