ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তরাঞ্চল। রোববার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের উরাকাওয়া শহরের উপকূলে, ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে। এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে জাপানি গণমাধ্যম জানায়, ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কা নেই। খবর এএফপির হোক্কাইডোতে ভূমিকম্প আক্রান্ত এলাকার ভেতরে অবস্থিত ‘তোমারি’ নিউক্লিয়ার ব্যবস্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে হোক্কাইডো রেলওয়ে সাবওয়ে রেলের সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছে। ভূমিকম্পে টোকিওর উঁচু দালানগুলো কেঁপে ওঠে বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে।
মন্তব্য করুন