কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপীয় ইউনিয়নের আদলে মুসলিম বিশ্বের সীমান্ত চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশ মিলে একটি জোট গঠন করে। এই জোট ইউরোপীয় ইউনিয়ন নামে পরিচিত। ২৭ দেশের এই জোটের রয়েছে অভিন্ন মুদ্রা, জোটের সমন্বিত পার্লামেন্ট এবং দাপ্তরিক ভাষা। এ ছাড়া ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য রয়েছে ভিসামুক্ত যাতায়াত, ব্যবসা, চাকরি ও বসবাসের সুবিধা।

এবার সেই ইউরোপীয় ইউনিয়নের আদলে মুসলিম দেশগুলো নিয়েও একটি জোট গড়ে তুলতে চাইছে ইরান। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেমন নিজস্ব সীমানা থাকলেও জোটের অন্য সদস্য রাষ্ট্রের নাগরিকরা বাড়তি কিছু সুবিধা পেয়ে থাকেন সেই ভাবনাকেই কাজে লাগাতে চাইছেন ইরানের সংস্কারবাদী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সরকারি সফরে প্রতিবেশী দেশ ইরাক গিয়ে নিজের এমন স্বপ্নের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানো এবং পশ্চিমাদের ঠেকাতে এমন উদ্যোগ নিতে চাইছেন তিনি। তবে পেজেশকিয়ান যে সীমান্তগুলো খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, সেগুলো চোরাচালান ও চরমপন্থিদের অনুপ্রবেশের হটবেড হিসেবে পরিচিত। সমালোচকরা পেজেশকিয়ানের এমন ভিশনকে অবাস্তব বলছেন।

ইরানের এমন পরিকল্পনার পেছনে দুরভিসন্ধি দেখছেন সমালোচকরা। তাদের ভাষায়, মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল ঠেকাতে এমন প্রস্তাব দিয়েছেন পেজেশকিয়ান। আবার দীর্ঘদিন ধরে ইরান নিজেই মাদক ও অস্ত্র চোরাচালানের কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। এতে নিজ দেশের পাশাপাশি প্রতিবেশীদের অর্থনীতিতেও অস্থিরতা তৈরি হয়েছে। আর সীমান্তহীন এই জোট গঠিত হলে মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান বাড়বে বলে বিশ্বাস অনেকের।

পেজেশকিয়ানের এমন স্বপ্ন বাস্তবে রূপ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত নিজেদের সীমান্ত নিয়ে বেশ রক্ষণশীল। বিশেষ করে রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় অ্যাক্টরদের দিক থেকে সম্ভাব্য হুমকি নিয়ে তারা সবসময় তটস্থ থাকে। আবার ইরাক, সিরিয়া, ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মধ্যে মতে অমিলও পেজেশকিয়ানের প্রস্তাব বাস্তবায়নের পথে বাধা।

এর বাইরেও প্রতিবেশীদের মধ্যে ইরানকে আস্থা করার অভাব রয়েছে। নিজের ইরাক সফরে গিয়ে সেটা ভালোভাবেই টের পেয়েছেন পেজেশকিয়ান। ইরানের ঋণ মেটাতে ইরাককে যৌথ মুদ্রা চালুর অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে ৪০ মিনিটের বেশি সময় ধরে চলা ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে ওই বৈঠক ফলপ্রসূ হয়নি। পেজেশকিয়ানের প্রস্তাব জোরালোভাবেই নাকচ করে দিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিলসহ ৪ দাবি এনসিপির

স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

তাহসান-রোজার বিচ্ছেদ যে কারণে

২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ফের নতুন সম্পর্কে মাহি

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

কাঁকড়া নদীতে ভাসছিল ২ যুবকের মরদেহ

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

১০

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

১১

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

১২

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

১৩

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

১৪

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

১৫

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

১৬

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

১৭

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

১৮

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

১৯

কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

২০
X