আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জনে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। গত রোববার গভীর রাতে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মধ্য এশিয়ার এই দেশটিতে আহত হয়েছেন ৩ হাজার ২৫১ জন। এছাড়া ৮ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। খবর খালিজ টাইমসের।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান এহসানউল্লাহ এহসান বলেন, ভূমিকম্পের পর সোমবার উদ্ধারকর্মীরা কুনারের চার গ্রামে উদ্ধার অভিযান চালিয়েছে। এখন আরও দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত নই যে, কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত উদ্ধার অভিযান শেষ করা। এছাড়া আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতাও করে যাচ্ছি।
গত রোববার গভীর রাতে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশের কুনার এবং নানগাহার এলাকা। এখন এসব এলাকার দুর্গমে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পাহাড়ে আরোহণকারী প্রশিক্ষিত ব্যক্তিরা। কারণ অঞ্চলগুলো পাহাড় দ্বারা পরিবেষ্টিত।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার কুনার গ্রামে পৌঁছানোর জন্য পাহাড়ি রাস্তায় লম্বা লাইন ধরে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্স চালকরা। পাশাপাশি হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় সহযোগিতা প্রদানসহ আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন