কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ
রাশিয়া সফর

কিমের সঙ্গে রয়েছেন আরও যারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ও দেশটির কর্মকর্তারা। ছবি : রয়টার্স
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ও দেশটির কর্মকর্তারা। ছবি : রয়টার্স

মার্কিন সতর্কবার্তা উপেক্ষা করে রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার এ সফরে কারা রয়েছেন তার কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি অত্যন্ত গোপনীয় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কিমের এ সফরে অতিথিদের কোনো তালিকা দেওয়া হয়নি। তবে ছবি দেখে বিভ্ন্নি কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে। এরমধ্যে দেশটির বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

এরমধ্যে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ রি পিয়ং কোল। কোল দেশেটির পরামাণু ও ক্ষেপনাস্ত্র বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তা। এছাড়া আরও রয়েছেন মহাকাশ ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান পাক থা সং এবং যুদ্ধাস্ত্র শিল্প বিভাগের পরিচালক জো চুং ইয়ং।

এছাড়া ট্রেনে কিমের বোন কিম ইয়ো জংকেও ট্রেনের পাশে দাঁড়িয়ে তাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাং সুন নামও রয়েছেন।

উত্তর কোরিরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম।

মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। এমনকি গতকাল সোমবারও রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

বৈছাআ থেকে ১০ নেতার পদত্যাগ

‘যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে তারা হ্যাঁ ভোটের প্রচার শুরু করেছেন’

কৌশলের নামে গুপ্ত-সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি : তারেক রহমান

প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ

স্বাধীন সাংবাদিকতাই সরকারকে বাস্তব সত্য জানাতে পারে : মাহফুজ আনাম

এবার টসে হাত মেলালেন না ভারত-বাংলাদেশের অধিনায়ক

নির্বাচিত সরকার এলেও সব সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হবে না : মতিউর রহমান

ভালো নির্বাচন না হলে দেশ ও জনগণকে খেসারত দিতে হবে : দুদু

পত্রিকা অফিসে আগুন দেওয়া ব্যক্তিরা জুলাইয়ের চেতনা ধ্বংসে লিপ্ত : নূরুল কবির

১০

এলাকাবাসীর ধাওয়া খেলেন রিপাবলিক বাংলার সাংবাদিক

১১

নতুন প্রাকৃতিক চিনি ‘ট্যাগাটোজ’ নিয়ে বিজ্ঞানীদের আশাবাদ

১২

ঢাকায় ঐতিহাসিক সাফা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঝরল জামায়াত কর্মীর প্রাণ

১৪

গুম-খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে : তারেক রহমান 

১৫

টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

১৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থীর

১৭

জীবন-মৃত্যুর লড়াইয়ে আফগানিস্তানের বিশ্বকাপ নায়ক

১৮

ওজন মাপা বন্ধ করে প্রাধান্য দিন ফিটনেসকে

১৯

ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

২০
X