কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ এএম
অনলাইন সংস্করণ
রাশিয়া সফর

কিমের সঙ্গে রয়েছেন আরও যারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ও দেশটির কর্মকর্তারা। ছবি : রয়টার্স
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ও দেশটির কর্মকর্তারা। ছবি : রয়টার্স

মার্কিন সতর্কবার্তা উপেক্ষা করে রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার এ সফরে কারা রয়েছেন তার কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি অত্যন্ত গোপনীয় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কিমের এ সফরে অতিথিদের কোনো তালিকা দেওয়া হয়নি। তবে ছবি দেখে বিভ্ন্নি কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে। এরমধ্যে দেশটির বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রতিরক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

এরমধ্যে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ রি পিয়ং কোল। কোল দেশেটির পরামাণু ও ক্ষেপনাস্ত্র বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তা। এছাড়া আরও রয়েছেন মহাকাশ ও প্রযুক্তি কমিটির চেয়ারম্যান পাক থা সং এবং যুদ্ধাস্ত্র শিল্প বিভাগের পরিচালক জো চুং ইয়ং।

এছাড়া ট্রেনে কিমের বোন কিম ইয়ো জংকেও ট্রেনের পাশে দাঁড়িয়ে তাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাং সুন নামও রয়েছেন।

উত্তর কোরিরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম।

মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। এমনকি গতকাল সোমবারও রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১০

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১১

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১২

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৩

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৪

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৫

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৬

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৭

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৮

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৯

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

২০
X