কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া

এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী মিসাইল উন্মোচন করেছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত
এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী মিসাইল উন্মোচন করেছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করে এক জাঁকজমকপূর্ণ সামরিক প্যারেডে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এই প্যারেডটি আয়োজন করা হয় দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, প্যারেডে প্রদর্শিত হয় উত্তর কোরিয়ার সবচেয়ে উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০, যা দেশটির ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এই বিশাল আয়োজনের সাক্ষী ছিলেন একাধিক আন্তর্জাতিক অতিথি। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো ল্যামসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্যারেডে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা আছে এই মিসাইলের

হোয়াসং সিরিজের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলার সক্ষমতা রাখে বলে দাবি করে পিয়ংইয়ং। তবে বিশেষজ্ঞদের মতে, এর নির্দেশনাগত নির্ভুলতা এবং ওয়ারহেড বা পারমাণবিক মাথা পুনঃপ্রবেশকালে বায়ুমণ্ডলীয় ঘর্ষণ সহ্য করতে পারবে কিনা, সে বিষয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশ্লেষক অঙ্কিত পাণ্ডা বলেন, ‘হোয়াসং-২০ উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক অস্ত্র প্রযুক্তির এখন পর্যন্ত শীর্ষ পর্যায়। এই বছর শেষ হওয়ার আগেই আমরা এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে পারি।’

তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য তৈরি। একাধিক ওয়ারহেড বহনের ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাপে পড়বে এবং কিম জং উনের দৃষ্টিতে এটি ওয়াশিংটনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ তৈরি করবে।

সেনাদের প্রতি কিমের বার্তা

প্যারেডে দেওয়া ভাষণে কিম জং উন বিদেশে অবস্থানরত উত্তর কোরীয় সেনাদের উদ্দেশে উষ্ণ উৎসাহ প্রকাশ করেন। বিশেষ করে রাশিয়ার ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়াইরত উত্তর কোরীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। কিম বলেন, এই সেনারা শুধু জাতীয় প্রতিরক্ষার অংশ নন, বরং ‘সমাজতান্ত্রিক নির্মাণের অগ্রভাগেও’ অবস্থান করছেন।

তার ভাষায়, আমাদের সেনাবাহিনীকে এমন এক অজেয় বাহিনীতে পরিণত হতে হবে, যা সব ধরনের হুমকি ধ্বংস করতে সক্ষম।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা

শুক্রবার কিম জং উন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গেও সাক্ষাৎ করেন। মেদভেদেভ বলেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক।

কিম জং উন এ সময় রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে ‘বহুমুখী বিনিময় ও সহযোগিতা’ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, কিমের এই বার্তা ও সামরিক প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে— উত্তর কোরিয়া ক্রমেই রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনাও আরও বাড়াচ্ছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১০

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১২

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৩

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১৪

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৫

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৬

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৭

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৮

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৯

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

২০
X