উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই। আগামী সপ্তাহে তিনি রাশিয়া সফর করবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) মস্কো সফরে যাবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই। এ সময় তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে বৈঠকে অংশ নেবেন। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হবে। এতে উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সফরে দুই দেশের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সফরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মধ্যকার সম্পর্ক আরও মজবুত ও আন্তর্জাতিক সংস্থা এবং ইউক্রেন যুদ্ধে নিজেদের সমর্থন জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে।
এদিকে মিয়ানমারকে এসইউ-৩০ সিরিজের আধুনিক যুদ্ধবিমান দেওয়ার পর রাশিয়া সফর করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী থান সু। আগামী ১৩-১৫ সেপ্টেম্বর তারা রাশিয়া সফর করবেন। এরমধ্যে আগামীকাল রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন থান।
ইউক্রেনে আগ্রাসন নিয়ে বিশ্ব যখন দ্বিধাবিভক্ত ঠিক তখনই নিজেদের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কাজ কারছে চীন-রাশিয়া। সদ্য সমাপ্ত হওয়া জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার একই পথে হাঁটেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ছাড়া গত বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে যৌথ বিবৃতি দিলে তাতেও আপত্তি জানায় এ দুই দেশ।
মন্তব্য করুন