কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনকে বিজয়ের আশ্বাস দিলেন কিম

বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : রয়টার্স
বৈঠকে দুই দেশের প্রেসিডেন্ট। ছবি : রয়টার্স

মার্কিন সতর্কবার্তার পরও রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির দ্বিতীয় বৃহত্তম ও পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি পুতিনকে বিজয়ের আশ্বাস দেন।

রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসনে শত্রুদের মোকাবিলা করে রাশিয়া জয়ী হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাশিয়ার সেনারা অবশ্যই বিশাল জয় অর্জন করবে। তারা এ যুদ্ধের মাধ্যমে শয়তানদের শাস্তি দেবে।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিম বলেন, আমার গভীরভাবে আশাবাদী যে, রাশিয়ার সেনা এবং রুশ জাতি এ যুদ্ধে ঐতিহাসিকভাবে জয় পাবে। এর ফলে তারা বিশ্বব্যাপী অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং রাশিয়ার জন্য নতুন করে সম্মান এনে দিবে।

এর আগে উত্তর কোরিরার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত রোববার নিজের ব্যক্তিগত ট্রেনে চেপে রাশিয়ার উদ্দেশে রওনা হন কিম। তার সফরসঙ্গী হিসেবে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা রয়েছেন।

কিমের এই সফর সংশ্লিষ্ট একটি রাশিয়ান সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার সকালে রাশিয়ায় পৌঁছেছেন উত্তরের প্রেসিডেন্ট কিম। এরপর ট্রেন থেকে নেমে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যের প্রধান রেলস্টেশন খাসানে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। রাশিয়ায় কিমের আগমনের বিষয়টি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়েছে।

কিমের এই সফর নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি একটি পূর্ণাঙ্গ সফর হবে। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হবে। এরপর প্রয়োজন হলে দুই দেশের নেতা একান্ত বৈঠক করবেন।

রুশ কর্মকর্তারা বলছেন, কিমের এবারের সফরে উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা এবং পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নিয়ে আলোচনা হবে।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র সমঝোতা ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার বিষয়ে নতুন তথ্য রয়েছে। এ সফরে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম।

মূলত রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গত সপ্তাহে জানিয়েছিলেন। এমনকি গতকাল সোমবারও রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

নিজের যেসব বদঅভ্যাস লিভারের ক্ষতি করছেন না জেনেই

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

প্রিন্স রূপে শাকিব খান

১০

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

১১

ফ্যাসিবাদ আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

১২

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

১৩

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া বার্তা

১৪

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

১৫

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

১৬

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

১৭

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

১৮

 ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম

১৯

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ‘নিখোঁজ’ 

২০
X