কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে কারফিউ জারি

সংঘর্ষের পর এলাকা ছাড়ছেন বাসিন্দারা। ছবি: সংগৃহীত
সংঘর্ষের পর এলাকা ছাড়ছেন বাসিন্দারা। ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সংঘর্ষ উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়ায় কারফিউ জারি করেছে থাইল্যান্ড। রোববার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের জারি করা কারফিউ ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হবে। এসব এলাকা কোহ কং প্রদেশের সীমান্তবর্তী। তবে জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ চ্যাং ও কোহ কুড এই কারফিউয়ের আওতার বাইরে রাখা হয়েছে। এর আগে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল, যা এখনো বহাল রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ চলতি বছর একাধিকবার মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। মে মাসে এক সীমান্ত সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সংঘাতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি বলেন, সামগ্রিকভাবে সংঘর্ষ অব্যাহত রয়েছে। যদিও কম্বোডিয়া শনিবার আবারও যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছিল। তিনি জানান, থাইল্যান্ড কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত, তবে আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

শনিবার থাই সেনাবাহিনী জানায়, তারা একটি সেতু ধ্বংস করেছে। এ সেতু ব্যবহার করে কম্বোডিয়া সীমান্ত অঞ্চলে ভারী অস্ত্র ও সরঞ্জাম পাঠাত। পাশাপাশি কম্বোডিয়ার উপকূলীয় কোহ কং প্রদেশে আগে থেকে মোতায়েন করা আর্টিলারির লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, কাম্বোডিয়া অভিযোগ করেছে যে থাইল্যান্ড বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

গত সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্র দিয়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করছে। এটি জুলাই মাসে পাঁচ দিনব্যাপী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র লড়াই বলে মনে করা হচ্ছে। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি রিয়াজ ও সম্পাদক দীপক

চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

অনাগত সন্তানের মুখ দেখা হলো না শান্তর, পাগলপ্রায় মমিনুলের মা

ওসমান হাদিকে বিদেশ নেওয়ার তথ্য জানালেন জুমা

ঢাকায় ফিরে আবেগী শোয়েব আখতার, ইচ্ছে মাছ-ভাত খাওয়ার

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

ডাব পাড়তে গিয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে গেলেন যুবক, অতঃপর...

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ

শান্তি মিশনে যাওয়ার আগে বাবাকে যা বলেছিলেন নিহত জাহাঙ্গীর

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ, মাঠে নামছেন নান্নু-সুজনরা

১০

রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার

১১

সুদানে নিহত সেনা সদস্য রানার বাড়িতে চলছে শোকের মাতম

১২

ডেটলের নামে ভয়ংকর প্রতারণা, গোপন কারখানার সন্ধান

১৩

পরিচয় মিলল হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল মালিকের

১৪

ক্রিকেটে আবারও ভারতের কাছে নাস্তানাবুদ পাকিস্তান

১৫

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় বুদ্ধিজীবী দিবসের সভা বর্জন বীর মুক্তিযোদ্ধাদের

১৬

ফি না দেওয়ায় ছাত্রকে পরীক্ষায় বসতে দেননি অধ্যক্ষ

১৭

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

১৮

জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী

১৯

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ

২০
X