দক্ষিণ চীন সাগরে চীনা কর্তৃপক্ষের বসানো ভাসমান ব্যারিয়ার সরিয়ে দিয়েছে ফিলিপাইন। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক বিশেষ অভিযানের মাধ্যমে এসব ব্যারিয়ার সরানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। খবর রয়টার্স।
দক্ষিণ চীন সাগর ঘিরে অব্যাহত বিতর্কিত পদক্ষেপ নিয়ে আসছে চীন সরকার। প্রায় সম্পূর্ণ সাগরের মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশের পর গতকাল রোববার ভাসমান ব্যারিয়ার বসায় তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের সার্বভৌম এলাকার মধ্যে না পড়লেও এসব ব্যারিয়ার বসায় বেইজিং।
চীনের এমন পদক্ষেপের পরপর প্রতিবাদ জানায় সাগর পাড়ের আরেক দেশ ফিলিপাইন। চীনের বসানো ব্যারিয়ারের ছবি শেয়ার করে ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জায়ে তারিয়েলা এক এক্সবার্তায় (সাবেক টুইটার) বলেছেন, সাগরের স্কারবোরোফ শোয়াল এলাকায় ভাসমান ব্যারিয়ার স্থাপন করেছে চীন। এ কারণে তাদের দেশের মৎস্যজীবীরা মাছ ধরতে পারছে না।
এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার তাদের জলসীমায় ফিলিপাইনের মাছ ধরার জাহাজ অনুপ্রবেশে করে। এ ধরনের অনুপ্রবেশ থেকে নিজেদের উপকূলীয় এলাকা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করেছে চীনা কোস্টকার্ড।
বেশ কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সঙ্গে টানাপড়েন চলছে ভিয়েতনাম, মালয়েশিয়া, জাপান, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে বেইজিংয়ের নতুন মানচিত্র প্রকাশের পর এ নিয়ে তিক্ততা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে ম্যানিলার আজকের পদক্ষেপের ফলে চীনের সঙ্গে তাদের সম্পর্ক আরও অবনতি হতে পারে।
মন্তব্য করুন